আধ্যাত্মিকতার পথে সৌমিতৃষা কুণ্ডুর টান কারওরই অজানা নয়। কদিন আগে ব্রজধামে নিজের জন্মদিন পালন করতে গিয়েছিলেন সৌমিতৃষা। শুধু তাই নয়, সেখানে মন্দিরে ঠাকুরের সেবায় মন্দিরে ঝাড়ু লাগাতেও দেখা যায়। এরপরশিবরাত্রির দিন বৃন্দাবনেই শিবলিঙ্গে ঢালেন জল। আর এসব বিশেষ মুহূর্তই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
তবে আরও একটি বিশেষ কারণে সৌমিতৃষা জিতলেন মন। এক মুসলিম ভক্তের মন্তব্যের জবাব দিয়ে, দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা। এক অনুরাগী মন্তব্য করেন, ‘মাশাল্লাহ! যদিও আমি মুসলিম, আমি আপনার একজন খুব বড় ভক্ত। আপনার ভগবানে এমন ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন। (আমিন) বাংলাদেশ থেকে ভালোবাসা। আন্টি ও আংকেলকে আমার সালাম (মানে প্রণাম)।’
আরও পড়ুন: রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন প্রীতি জিন্টা? মুখ খুললেন অভিনেত্রী
এই মন্তব্যের জবাবে সৌমিতৃষা লিখলেন, ‘আমি আল্লারও ভক্ত। যখনই আমার কানে আসে আজানের শব্দ, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম’।

আর সৌমিতৃষার এই জবাবই ফের কেড়ে নিল তাঁর অনুরাগীদের মন। এমনিতেও, সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার জনপ্রিয়তা হার মানাতে পারে প্রথম সারির টলি-নায়িকাদেরও। ছোট পর্দায় মিঠাই-এর কাজ তাঁকে এনে দিয়েছে অপরিসীম জনপ্রিয়তা। এরই মাঝে বড় পর্দাতেও পা রেখেছেন সৌমিতৃষা। দেখা মিলেছে দেবে-র নায়িকা হিসেবে প্রধানে। এরপর কালরাত্রি ওয়েব সিরিজেও কাজ করেন হইচইয়ের। দেখা গিয়েছে ১০ই জুন ছবিতেও।
আরও পড়ুন: বদলে গেল সোনা-রূপা! নতুন মুখ অনুরাগের ছোঁয়া-তে, কাদের দেখা যাবে এখন থেকে?
সৌমিতৃষার যেই পোস্টটিতে এই মন্তব্য, সেখানে দেখা যাচ্ছে শিবরাত্রির যোগান করছেন সৌমিতৃষা ও তাঁর মা। অভিনেত্রীর মায়ের গায়ে সাদা রঙের কুর্তি। মিঠাই-নায়িকা নিজেও সেজেছেন সাদা পোশাকে। এরপর ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল তাঁকে। শিবপুজো শেষ করে, মন্দির থেকে বেরিয়ে একে অপরকে চরণামৃত খাওয়ান মা-মেয়ে। পুজোর পর যে আনন্দ তিনি পেয়েছিলেন, তা স্পষ্ট ফুটে উঠেছিল সৌমিতৃষার চোখেমুখে। এমনকী ক্যামেরায় বলতেও শোনা যায়, ‘ব্রজধামে এসে যদি একটু রোদেনা পুড়লাম, তাহলে কী ঘুরলাম’।