ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় প রেখেছেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর ভক্তের সংখ্যা বড় কোনও অভিনেত্রীকেও লজ্জায় ফেলে দিতে পারে। তাই তো সারাক্ষণ সেই অনুরাগীদের নজরে থাকে, বাস্তব জীবনে সৌমিতৃষা কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে প্রেম করছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়ে। এবার যেমন ইনস্টাগ্রামে অভিনেত্রী আভাস দিয়ে গেলেন ঠিক কেমন প্রেমিক তাঁর পছন্দ! উদাহরণ হিসেবে টানলেন, জাহ্নবী কাপুরের প্রেমিককে।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভিডিয়ো শেয়ার করলেন সৌমিতৃষা। যা জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার। যাতে দেখা যাচ্ছে হাতে হাত ধরে দুজনে চলেছেন তিরুপতি মন্দিরে পুজো দিতে। অভিনেত্রীর গায়ে হলুদ রঙের শাড়ি। আর শিখর পরে আছেন ধুতি। এই রিলের উপরে লেখা, ‘কফি বা ক্লাব ডেট চাই না ব্রো। আমাকে মন্দিরে দর্শনের জন্য নিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: ইনস্টাগ্রামে ফিরলেন আয়েশা টাকিয়া! মুখে প্লাস্টিক সার্জারির কথাও মেনে নিলেন নাকি
যদিও সৌমিতৃষা সেই রিল শেয়ার করে কিছুই লেখেননি নিজের মনের কথা, তবে তাঁর ঈশ্বরভক্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এমনকী, নিজের সিরিয়ালের সেটে, মেকআপ রুমেও ঠাকুর রাখতেন। নিত্য পুজো করতেন। যারা অভিনেত্রীকে ভালোবাসে, চেনে, তাঁরা সকলেই তাঁর কৃষ্ণভক্তি নিয়ে অবগত।
আরও পড়ুন: ‘তোমার শিরদাঁড়াও দুর্বল…’, RG Kar কাণ্ডে রাস্তায় নামা নিয়ে কী এমন বললেন অরিজিৎ?
চলতি বছরেই নিজের ভালোবাসা অফিসিয়াল করেছেন শ্রীদেবী কন্যা। যদিও শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের বয়স বছরখানেকের বেশি। আম্বানিদে অনুষ্ঠানেও প্রেমিকের হাত ধরেই পৌঁছেছিলেন তিনি।
সৌমিতৃষার মতোই জাহ্নবী আধ্যাত্মিক। যে কোনও বড় সিনেমা রিলিজের আগে, মায়ের জন্মদিন বা মৃত্যুদিনে তিনি পৌঁছে যানভগবানের দরবারে। প্রতিবছর শ্রীদেবীর জন্মবার্ষীকিতে পুজো দেন তিরুপতির মন্দিরে। বিগত কয়েকবছর ধরে সঙ্গে থাকে শিখরও। খবর, খুব জলদিই হয়তো বিয়ের পিঁড়িতেও বসবেন দুজন।
আরও পড়ুন: শ্রুতির ‘দারোয়ান ধর্ষণ করতে পারে’ মন্তব্যে বিরোধ শ্রীলেখার, ‘ক্ষমতার অপব্যবহার…
কাজের সূত্রে ‘মিঠাই’-খ্যাত সৌমিতৃষা কুণ্ডুকে শেষ দেখা গিয়েছে প্রধান সিনেমায় দেবের বিপরীতে। যা গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। এরপর তাঁকে দেখা যাবে ১০ই জুন ছবিতে। যেখানে তিনি সৌরভ দাসের বিপরীতে অভিনয় করেছেন। শ্যুটিং শেষ। তবে কবে ছবি রিলিজ, তা নিয়ে হয়নি কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট।