গত বছর ডিসেম্বর মাসে প্রধান ছবিতে ত্বকে শেষবার দেখা গিয়েছিল তাও দেবের বিপরীতে। আবার একটা লম্বা বিরতির পর দর্শকরা তাঁকে পর্দায় দেখতে চলেছেন, তবে ছোট বা বড় পর্দায় নয়। ওয়েব মাধ্যমে। হইচই প্ল্যাটফর্মে আসছে সৌমিতৃষা কুন্ডু অভিনীত কালরাত্রি। আর সেই সিরিজ মুক্তির আগে কী জানালেন অভিনেত্রী?
কী জানালেন সৌমিতৃষা?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা কুন্ডু জানান তিনি ছোট পর্দা থেকে খ্যাতি পেলেও তিনি মিস করেন না। মিঠাইরানির কথায়, 'ছোট পর্দাকে অস্বীকার করছি না। আমি যা হয়েছি সবটাই টিভির দর্শকদের জন্য, ওদের কাছে আমি আজও মিঠাই। তবে ছোট পর্দায় সেই ধরনের কাজের সুযোগ নেই যেটা আমি এখন করতে চাইছি। আমি নিত্য নতুন চরিত্র এক্সপ্লোর করতে চাই। সিরিয়ালে কাজ করলে গোটা দিন ওখানেই চলে যায়। অন্য কিছু করা যায় না।'
প্রধানের পর সোজা কালরাত্রি। এতটা বিরতি কেন, কেনই বা এই স্ক্রিপ্ট বেছে নিলেন সৌমিতৃষা? এই বিষিয়ে তিনি জানান তিনি একাধিক সিরিজের অফার পেলেও সেগুলো করেননি। তিনি এমন প্রজেক্টে কাজ করতে চান যেগুলো তাঁকে প্রভাবিত করবে। আর কালরাত্রি সিরিজের স্ক্রিপ্ট তেমনটাই ছিল বলে অভিমত অভিনেত্রীর। সৌমিতৃষার কথায়, 'অয়ন দা যখন আমায় গল্পটা শুনিয়েছিল মনে হয়েছিল আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। আর কাজ করব বলেই আমি প্রজেক্ট করতে চাই না। দর্শকদের আমার কাছে কিছু প্রত্যাশা আছে। আমি সেটা পূরণ করতে চাই। কালরাত্রি সিরিজে আমার চরিত্র দেবীর অনেক পরত আছে। চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অয়ন দা (পরিচালক অয়ন চক্রবর্তী) খুন গাইড করেছে।' অভিনেত্রী এও জানাতে ভোলেন না তিনি থ্রিলার ঘরানা পছন্দ করেন।
সৌমিতৃষা কুন্ডু এদিন কথায় কথায় জানিয়ে দেন ভালো কাজের প্রস্তাব পেলে তিনি দেশের যে কোনও প্রান্তে গিয়ে কাজ করতে রাজি। এমনকি তাঁর অভিনেত্রী হিসেবে কাজ চাইতেও লজ্জা নেই বলেই জানান। তবে তাঁর কথায়, 'যদিও আমায় কখনই কাউকে অ্যাপ্রোচ করতে হয়নি।'
প্রসঙ্গত সৌমিতৃষা কুন্ডু জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছন। সেই ধারাবাহিক শেষ হতেই তিনি কাজ করেন দেবের সঙ্গে। প্রধান ছবিতে তাঁকে প্রধান মহিলা চরিত্রে দেখা যায়। এরপর আসছে তাঁর কালরাত্রি। এছাড়া সৌরভ দাসের সঙ্গে ১০-ই জুন নামক একটি ছবিতেও তাঁকে দেখা যাবে।