‘মিঠাই’ শেষ হলেও এখন তার রেশ রয়ে গিয়েছে। আদৃত-সৌমিতৃষার ভক্তরা বেজায় মিস করছেন ‘সিধাই’ জুটিকে। শনিবার রাতে ফের এক ছাদের তলায় পাওয়া গেল আদৃত-সৌমিতৃষাকে। এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে হাজির ছিলেন দুজনে। সেরা শুধু সেরা জুটি নয়, পপুলার চয়েস ক্যাটেগরিতে সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্মান জিতে নিলেন আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু।
‘মিঠাই’ শেষ হতে না হতেই বিরাট সাফল্য এসেছে সৌমিতৃষার ঝুলিতে। দেবের নায়িকা হিসাবে রুপোলি সফর শুরু করছেন অভিনেত্রী। শনিবার রাতে টিভি নাইন বাংলার তরফে আয়োজিত পুরস্কার মঞ্চে মিঠাইরানির স্বপ্নপূরণ হল। এদিন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর হাত থেকে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন সৌমিতৃষা। সেই ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ দুই কিংবদন্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর কাছ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়াটা আমার কাছে স্বপ্নপূরণের সমান’।
আরও পড়ুন-আদৃত আমার গালে চুমু খাচ্ছে, এমন ছবিও বানানো হয়েছে, খুব রাগ হয়েছিল: সৌমিতৃষা
এক কাঁধখোলা, থাই চেড়া লাল গাউনে মোহময়ী অবতারে পাওয়া গেল সৌমিতৃষাকে। খোলা চুল, হালকা মেকআপে এই টেলি সুন্দরী। ছিমছাম অথচ এলিগেন্ট সাজে নিজেকে মেলে ধরলেন নায়িকা। যদিও তাক লাগালো সৌমিতৃষার মুক্তোঝরা হাসি। সৌমিতৃষার পাশে সাদা পাঞ্জাবি আর চুড়িদার পাজামায় আদৃত। একসঙ্গে পুরস্কার হাতে নিলেন দুজনে।
সৌমিতৃষা-আদৃতের জোড়া পুরস্কারে বেজায় খুশি ‘মিঠাই’ ভক্তরা। সৌমিতৃষার এক ভক্ত লেখেন- ‘তুমি এত ভালো কাজ করেছো,এত পরিশ্রম করেছো বলেই আজ এই সফলতা, আরও অনেক দূর এগিয়ে যাও’। অপর একজন লেখেন, ‘তোমাদের দুজনকে কী যে ভালো লাগছে কী বলব, আবার একসঙ্গে দেখার অপেক্ষায়’।
আরও পড়ুন-ঋতুস্রাবের সময় কেমন দশা হয় তাঁর? ভিডিয়ো দিয়ে মনের কথা বোঝালেন ‘মিঠাই’ সৌমিতৃষা
আদৃতের সঙ্গে ভবিষ্যতে কাজ করার প্রসঙ্গে সৌমিতৃষা আগেই জানিয়েছেন, ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই একসাথে কাজ করতে আগ্রহী তিনি। একই সুর তাঁর কো-স্টারের গলায়। আদৃতের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া চলেনি সোশ্যাল মিডিয়ায়। এই সম্পর্কে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আদৃতের সঙ্গে আমার প্রথম থেকেই খুনসুটির সম্পর্ক। বিশ্বাস করুন, আমাদের প্রেম-বিচ্ছেদ কোনওদিনই কিছুই হয়নি। একজনের কেউ প্রেমে পড়লে, অপর বন্ধুকে জড়িয়ে নানান রটনার কোনও মানেই নেই! যদিও মানুষ হয়ত জুটিটাকে ভালোবেসে, কল্পনা করেই এগুলো করেন। খুব হাসি পায়। তবে খুব রাগ হয়েছিল যখন দেখেছিলাম কেউ আমার ছবির সঙ্গে অদৃত চুমু খাচ্ছে এমন কিছু জুড়ে বানিয়ে ফেলেছেন। তখন প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম, আপনি তো বেশে ভালো গল্প বানান মশাই, গল্প দিন তাহলে সৎ পথে খেটে খেতে পারবেন। কী যে বলি এদের…।’
আপতত সৌমিতৃষার পাখির চোখ ‘প্রধান’-এ। অগস্ট মাসে শুরু হবে অভিজিৎ সেন পরিচালিত এই ছবির শ্যুটিং। দেবের নায়িকা হিসাবে সৌমিতৃষাকে দেখতে উত্তেজিত ভক্তরাও। ক্রিসমাসে মুক্তি পাবে ‘প্রধান’।