বিদেশের মাটিতে দেশকে প্রতিনিধিত্ব করার বিষয় সবসময়ের জন্যই গর্বের। আর এবার সেই সুযোগই এসেছে কলকাতার ছেলে সৌরদীপ দত্তের কাছে। সৌরদীপের বানানো ছোট ছবি ‘Cycle of Eternity’ নির্বাচিত হয়েছে অস্কার কোয়ালিফাইং রেইনডান্স চলচ্চিত্র উৎসব ২০২৩-এ। এটা UK-র সবথেকে বড় ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব।
জানা যাচ্ছে, এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে, এবং দেশকে প্রতিনিধিত্ব করতে সৌরদীপ দত্ত লন্ডনে উড়ে যাবেন। সাউথ এশিয়া থেকে আরও একটি ছবি এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে, সেটি হল চঞ্চল চৌধুরী অভিনীত বাংলাদেশের ছবি 'পেটকাটা ষ'।
জানা যাচ্ছে, সৌরদীপ দত্তের 'Cycle of Eternity' (সাইকেল অফ ইটারনিটি) তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস, শ্রীতমা দে, দেবকন্যা হাজরা। ছবির গল্পে এক মৃত মা, এক প্রস্ফুটিত তরুণ গাছের মধ্যে খুঁজে পায়। আর তাঁর মেয়ে মাকে কাঠের আলমারির ভিতরে খুঁজে পায়। জীবন-মৃত্যুকে অতিক্রম করে এটা একটা অনুসন্ধানের গল্প।
আরও পড়ুন-'আমি তোমায় গর্ভে ধরেছি…', মেয়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন বিজয় অ্যান্টনির স্ত্রী
আরও পড়ুন-‘টাবুতে মুগ্ধ, প্রেমে পড়ে গিয়েছি’, অকপট বাঁধন, হয়েছে উপহার দেওয়া-নেওয়া
প্রসঙ্গত রেইনডান্স চলচ্চিত্র উৎসব ইউরোপের অন্যতম গুরুত্বপূ্র্ণ একটি চলচ্চিত্র উৎসব বলে মনে করা হয়। যেখানে এবছর প্রায় ৪,৬০০টি ছবি জমা পড়েছে। যার মধ্যে নির্বাচিত হয়েছে ৪০টি ছবি। এই ৪০টির মধ্যে আবার মাত্র ৫টা ইন্টারন্যাশনাল অস্কার কোয়ালিফাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
'Cycle of Eternity'-র সারমর্মের কথা বলতে গিয়ে পরিচালক সৌরদীপ দত্ত বলেন, ‘এই ছবিতে ভারতীয় অমরত্বের দর্শনকে তুলে ধরা হয়েছে। আমি এই ছবিটা বানানোর জন্য ভারতীয় প্রাচীন উপনিষদের সাহায্য নিয়েছি। এখানে জীবন-মৃত্যুকে কীভাবে গ্রহণ করা উচিত সেবিষয়টি তুলে ধরা হয়েছে। এটাকে একটা বড় দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। আমার বিশ্বাস, শিল্প মানুষের মনে ভারসাম্য ফিরিয়ে আনে। এটা মানুষকে শান্তির পথে পরিচালনা করতে পারে। ছবির দৃশ্য ও কথার মাধ্যমে মৃত্যুর কথা বলা হয়েছে। খুবই শান্ত পরিসরে।’
সৌরদীপ আরও জানিয়েছেন, খুবই স্বল্প বাজেটের মধ্যে এই ছবিটা তিনি বানিয়েছেন। এটা বানাতে গিয়ে বহু রাত তাঁকে জাগতে হয়েছে। মোট ২০জন মানুষ এই ছবিটার জন্য টানা ৭-৮দিন দিনরাত এক করে কাজ করেছেন। এই ছবিটার পিছনে অনেকের পরিশ্রম রয়েছে বলে জানিয়েছেন সৌরদীপ প্রসঙ্গত আগামী ২৭ অক্টোবর সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত জেনেসিস সিনেমাহলে ছবিটি দেখানো হবে।