আসছে নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে সাইত্রিশ’। পরিচালনায় সৌরভ চক্রবর্তী। এক কল্প দুনিয়ার গল্প। আগামী ৩০ বছরে পৃথিবী নাকি প্রেমহীন হতে চলেছে! মানুষের শুধু একে অপরের সঙ্গে নাকি কাজেরই সম্পর্ক থাকবে! এমন অপ্রেম দুনিয়ায় মানুষের অনুভূতিগুলো কতটা বেঁচে থাকবে? নাকি মনের অগোচরে অন্য কোনও পথে প্রেম আসবে? এই নিয়েই পরিচালক-প্রযোজক-অভিনেতা সৌরভ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ।
২০৩৭-এর কলকাতা শহরের রূপটা ঠিক কেমন হবে, সেটাই এই গল্পের মূল বিষয়। এই সিরিজে সোহম মজুমদারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শোলাঙ্কি রায়। ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন কলকাতা ও মুম্বইয়ের একাধিক শিল্পী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাফ ফিগার, সোহিনী সেনগুপ্ত, একাবলী খান্না, চিত্রাঙ্গদা, অয়ন ভট্টাচার্য, শিলাজিৎ মজুমদার, সুব্রত দত্ত।
আজ থেকে ১৬ বছর পর কেমন থাকবে এই শহর, কী ঘটবে এই পৃথিবীতে? তারই একটি কাল্পনিক রূপ ফুটে উঠবে এই সিরিজে। গোটা কলকাতা, শহরতলি এবং ঝাড়গ্রামের একাংশে ওয়েব সিরিজের শ্যুটিং হয়েছে। একাধিক ভাষাভাষীর মানুষকে এই ওয়েব সিরিজে দেখা যাবে। একাধিক ভাষাও শুনতে পাওয়া যাবে। সম্ভবত জাতীয় স্তরের কোনও ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে।