এবার মুখোমুখি লড়াইয়ে নামছেন বনি-সৌরভ। হ্য়াঁ, বনি সেনগুপ্ত আর সৌরভ দাসের কথা-ই বলছিলাম। আর বনি-সৌরভের এই লড়াইয়ের কথা ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় এখন নাকি প্রবল ‘ঝড়’ বইছে। এমনিতে তাঁদের মধ্যে বন্ধুত্ব আছে বলেই তো জানা যায়, তাহলে হঠাৎ আবার কী হল?
নাহ, এ লড়াই সেই লড়াই নয়। এসবই ঘটবে ছবির দুনিয়ায় খুব শীঘ্রই একটি সাসপেন্স-থ্রিলারে প্রতিদ্বন্দ্বীতায় নামবেন বনি-সৌরভ। তাঁদের সঙ্গী আবার নবাগতা অমৃতা। ছবির নাম ‘ঝড়’। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আন্থনি জেন। ছবিতে 'মাইকেল' নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে।
এই 'ঝড়'-এর গল্প ঠিক কেমন?
জানা যাচ্ছে, কালিম্পং শহরে সুন্দর এক সকালে কলেজ হোস্টেলে দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে । সেখান থেকেই শুরু হয় ছবির গল্প। জেন মাইকেল স্যারের প্রতি মনে মনে কৃতজ্ঞ, কারণ মাইকেল স্যার-ই তার বাবা-মা কে বুঝিয়ে তাকে কালিঙে এনেছেন। জেন মাইকেল স্যারকে শিক্ষকের থেকেও বেশি অভিভাবক ভাবে। তার উপরে অনেকটা ভরসা করতে পারে জেন। এদিকে কলেজে জেন এর সাথে সৌভিক নামের এক ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক বাড়তে থাকে। জেন বেশ ভালোই ছিল। তবে এই সুখ বেশিদিন টেকেনি৷

ছবিতে হঠাৎ-ই জেনকে দেখা যায় হাসপাতালে বেডে শুয়ে থাকতে। জেন যখন কোমায়, অন্যদিকে তখন মোনা, নাসিফা নিখোঁজ হয়ে যায়৷ গল্প মোড় নেয় এখান থেকে। রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাসের। গল্প কোন পথে এগোবে, এই সবকিছু নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি 'ঝড়।

এই ছবিতে বনি-সৌরভ-অমৃতা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়।
খুব শীঘ্রই কলকাতা ও উত্তরবঙ্গে শুরু হবে ছবির শ্যুটিং। পিএস এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনাতে মুক্তি পাবে এই 'ঝড়'। ছবির মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন সমিধ৷ বলাইবাহুল্য এবার টানটান সাসপেন্স ও থ্রিলারে নিয়ে আসছে বনি-সৌরভ-এর নতুন এই ছবি ‘ঝড়’।