ছক ভেঙে এবার টলিপাড়ার ছবিতে জুটি বাঁধছেন সৌরভ দাস ও পায়েল রায়। অর্পণ সরকারের পরিচালনায় টানটান উত্তেজনা নিয়ে আসছে 'গিরগিটি'। ছবির গল্প এগোবে কোচবিহার থেকে কলকাতায় আসা একটি মেয়েকে ঘিরে।
কেমন সেই গল্প?
‘গিরগিটি’র গল্পে , অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা ও রহস্যময় অতীত নিয়ে কোচবিহার থেকে কলকাতায় এসে হাজির হয় তানিয়া। সে সে ভালবেসে ফেলে রীতেশ নামে এক সফল ব্যবসায়ীকে। যাঁর কিনা প্রাক্তন প্রেমিকার নামও ছিল তানিয়া। তাঁরা দুজনে মিলে খোলে একটা ক্যাফে খোলে। সময়ের সঙ্গে লিভ-ইন করতে শুরু করে রীতেশ-তানিয়া। পুরনো অতীতকে ভুলে তানিয়া ও রীতেশ যখন এক বাড়িতে। ঠিক তখনই তাঁদের মাঝে জয় নামের এক ব্যক্তি উড়ে এসে জুড়ে বসে। তানিয়া কে সব জায়গায় ফলো করতে থাকে সে। এই জয়-ই কি তাহলে তানিয়ার অতীতের সঙ্গে জুড়ে থাকা কোনও চরিত্র? নাকি ভয়ংকর কিছু ঘটতে চলেছে রীতেশের আর তানিয়ার সুখী সংসারে! এই সবের উত্তর ‘গিরগিটি’ মুক্তি পেলেই জানা যাবে।

ছবির বিষয়ে Hindustan Times Bangla-কে ‘আমার ছবির নাম গিরগিটি। এটা একটা থ্রিলার। আমরা সবাই জানি যে গিরগিটি রং বদলায় , সেই রকম অনেক মানুষ আছেন যাঁরা সময়ের সঙ্গে নিজেরাও গিরগিটির মতন রং পাল্টান ,সেই রকমই আমার ছবিতে সবকটা চরিত্র সময়ের সঙ্গে বদলেছে।,আর আমরা অনেক সময় সঠিক মানুষকে চিনতে পারি না ,ভুল মানুষকেই আমরা কাছের মানুষ মনে করে বিশ্বাস করে ফেলি। তবে পরে যখন জানতে পারি যে কোনটি ভুল মানুষ, তখন অনেক দেরি হয়ে যায়। এই ছবির বিষয়ে আর বেশি কিছু বলব না ,বাকিটা জানতে হলে ছবিটা দেখতে হবে।'
প্রসঙ্গত, ‘গিরগিটি’তে তানিয়ার চরিত্রে পায়েল রায়, রীতেশের চরিত্রে সৌরভ দাস ও জয়ের চরিত্রে জ্যামি বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে, সব ঠিক থাকলে ২০২৫-এই মুক্তি পেতে পারে‘গিরগিটি’।