উইকিপিডিয়া অনুসারে মঙ্গলবার ৩৬ বছরে পা দিলেন অভিনেতা সৌরভ দাস। তাই মধ্যরাত থেকেই শুরু হয়েছে তাঁর জন্মদিনের উদযাপন। স্ত্রী দর্শনা বণিককে পাশে নিয়ে নিজের জন্মদিনে সুশান্তের জন্যও কেক কাটলেন অভিনেতা! কেন জানেন? স্যোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন অনুরাগীরা।
কী ঘটেছে?
মঙ্গলবার নিজের জন্মদিন উপলক্ষ্যে মধ্যরাতেই স্ত্রীকে পাশে নিয়ে কেক কেটেছেন সৌরভ। তবে আজ কেবল তাঁর জন্মদিন নয়, এদিন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও জন্মবার্ষিকী। তিনি এবং সুশান্ত একই দিনে জন্মেছেন। তাই বহু দিন ধরে সৌরভের ইচ্ছে ছিল জন্মদিনে নিজের জন্য কেক কাটার পাশাপাশি সুশান্তের জন্যও কেক কাটবেন তিনি। সেই ইচ্ছে পূরণ করতেই এদিন প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করে একটি কেক কাটেন সৌরভ। সেই উদযাপনের একটি ভিডিয়ো প্রকাশ্য এসেছে। টলিউড অনলাইন ভিডিয়োটি শেয়ার করেছে।
আরও পড়ুন: ৮৩ কোটিতে বাড়ি বিক্রি করছেন অমিতাভ! জানেন কেনা দাম কত ছিল? এই বাড়িতে ভাড়া থাকেন কৃতিও
ভিডিয়োয় দেখা গিয়েছে একেবারে সাদামাটা ঘরোয়া পোশাকে সৌরভ। তাঁর পরনে ছিল একটি হাফ প্যান্ট, ঢিলেঢালা শার্ট এবং মাথায় টুপি। অন্যদিকে, দর্শনাকে ভিডিয়োয় দেখা গিয়েছে রাত পোশাকে, সঙ্গে পরেছিলেন একটি সোয়েটার। ভিডিয়োর শুরুতেই দেখা যায় সৌরভ মোমবাতিতে ফুঁ দিচ্ছেন আর ক্যামেরার পিছিন থেকে 'হ্যাপিবার্থ ডে…' গান করছেন দর্শনা। তারপর অভিনেতা সুশান্তের জন্য আনা কেকে লাগানো মোমবাতিতে ফুঁ দিয়ে বলেন, ‘সুশান্তের জন্য একটা ফুঁ, আর আমার হয়ে একটা ফুঁ’।
তারপরই ক্যামেরার সামনে দেখা যায় দর্শনাকে। তখনও তিনি 'হ্যাপিবার্থ ডে…' গান গাইছিলেন। এরপর সৌরভ তাঁর নিজের জন্য আনা কেকটি কাটেন। তার পর সুশান্তের জন্য আনা কেকটি সৌরভ কাটেন। সেই সময় দর্শনা বলেন, 'আর এটা সুশান্ত সিং রাজপুতের জন্য। এটা সৌরভের ইচ্ছে ছিল, কারণ ওঁরা সেম বার্থ ডে শেয়ার করে।' তারপর উপরের দিকে তাকিয়ে নায়িকা বলেন, ‘সুশান্ত, আমরা আপনাকে ভালোবাসি।’ অন্যদিকে, সৌরভ তাঁর উদ্দেশ্যে নিজের মাথার উপর এক টুকরো কেক কয়েকবার ঘুরিয়ে নিজে খান, তারপর দর্শনাকে খাইয়ে দেন।
আরও পড়ুন: 'সুযোগ পেয়ে হারিয়েছি…' বলিউডে বহিরাগতদের অবস্থাটা ঠিক কী? জানালেন কার্তিক
কে কী বলছে?
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। সকলে সৌরভকে শুভেচ্ছা বার্তা ও নানা মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘খুব ভালো উদ্যোগ’। আর একজন লেখেন, 'হ্যাপি বার্থ ডে টু দ্য লাভলি ম্যান।' আর এক অনুরাগী লেখেন 'কেক খাও মাস্ত জিও।' তাছাড়াও অনেকে মন্টু পাইলট খ্যাত অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।