অসুস্থ অভিনেতা সৌরভ দাসের মা। হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতার মাকে। এবার মাকে দেখতেই হাসপাতালে ছুটলেন ছেলে ও বৌমা। মায়ের অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন সৌরভ।
জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের ইনস্টাস্টোরিতে চোখ রাখলে দেখা যাচ্ছে, দুটি ছবির কোলাজ। দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সৌরভ দাসের মা। প্রথমে মাকে জড়িয়ে ধরেছেন সৌরভ, আর নিচেরটিতে শাশুড়িমাকে জড়িয়ে রয়েছেন বউমা দর্শনা বণিক। আরও একটা ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অসুস্থ মায়ের হাত চেপে ধরে মুহূর্তটি লেন্সবন্দি করতে দেখা গিয়েছে সৌরভ দাসকে।
কিনতু কী হয়েছে অভিনেতা সৌরভ দাসের মায়ের? এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করা হলেও অভিনেতা সেই মুহূর্তে বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে বিশেষ কিছুই জানা যায়নি। সৌরভ পরে এবিষয়ে কথা বলবেন বলে জানান। যোগাযোগ করা যায়নি দর্শনা বণিকের সঙ্গেও।
তবে শাশুড়ি মায়ের সঙ্গে দর্শনার ছবিতে অভিনেত্রীর শাড়ি দেখে মনে হচ্ছে তিনি নন্দনে নিজের ছবির স্ক্রিনিং থেকে সোজা হাসপাতালে পৌঁছেছিলেন। কারণ, এই একই শাড়িতে ও সাজে দর্শনা বণিক দু'দিন আগে নন্দনে 'সূর্য'র স্ক্রিনিংয়ে পৌঁছেছিলেন।
প্রসঙ্গত, এর আগে একাধিক সাক্ষাৎকারে নিজের মাকে নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সৌরভ দাস। মাকে- নিজের সাপোর্ট সিস্টেম, সবথেকে নিশ্চিন্ত আশ্রয়স্থল হিসাবে বর্ণনা করেছেন। এমনকি মাতৃদিবসেও মাকে নিয়ে নানান কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা।
এদিকে ব্যক্তিগত জীবনে গত বছর সাতপাকে বাঁধা পড়েন সৌরভ-দর্শনা। তারপর থেকে সুখেই সংসার করছেন টলিপাড়ার এই লাভবার্ড।