বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav On RG Kar Protest: ‘যাঁরা নিজেরাই বহুবার মহিলাদের অসম্মান করেছেন…’ নারীদের রাত দখল নিয়ে লিখে আক্রমণের মুখে সৌরভ

Sourav On RG Kar Protest: ‘যাঁরা নিজেরাই বহুবার মহিলাদের অসম্মান করেছেন…’ নারীদের রাত দখল নিয়ে লিখে আক্রমণের মুখে সৌরভ

রাত দখল নিয়ে সৌরভের পোস্ট

‘হাসি পায় যখন মাছের পাহারায়, লোকের কাছে relevant হতে এবং সহমর্মিতা দেখাতে বিড়াল পৌঁছে যায়। যাঁরা নিজেরাই বহুবার মহিলাদের অসম্মান করেছেন। নির্লজ্জ, মেয়েদের দুর্বল ভাবা বন্ধ করুন! এখন থেকে সব রাজ ওদের।’ তবে এই পোস্টের সঙ্গে দোষীদের কঠোরতম এবং দ্রুত শাস্তি দেয়েছেন সৌরভ।

আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদে স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতেই (১৪ অগস্ট) পথে নেমেছিলেন বহু মহিলা। আর এই প্রতিবাদ শুধু কলকাতা নয়, ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমনকি এর আঁচ পড়েছে ভিন রাজ্য থেকে শুরু করে বিদেশের মাটিতেও।

১৪ অগস্ট বহু তারকাও প্রতিবাদে সরব হয়ে সাধারণ মানুষের সঙ্গে পথে নামতে দেখা গিয়েছে। মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন অভিনেতা সৌরভ দাস। তবে তিনি এই একদিনের রাত দখল বা রাত পাহারায় বিশেষ বিশ্বাসী নন। তিনি প্রতিরাতে নারীদের সুরক্ষা দেওয়ায় বিশ্বাসী। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত তেমনটাই বলছে। এমনকি এই একদিনের রাত দখলে যোগ দেওয়া নিয়ে কিছু লোকজনকে 'বিড়াল', ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করে বসছেন সৌরভ। ঠিক কী লিখেছেন অভিনেতা সৌরভ দাস?

সৌরভ লেখেন, ‘হাসি পায় যখন মাছের পাহারায়, লোকের কাছে relevant হতে এবং সহমর্মিতা দেখাতে বিড়াল পৌঁছে যায়। যাঁরা নিজেরাই বহুবার মহিলাদের অসম্মান করেছেন। নির্লজ্জ, মেয়েদের দুর্বল ভাবা বন্ধ করুন! এখন থেকে সব রাজ ওদের।’ তবে এই পোস্টের সঙ্গে দোষীদের কঠোরতম এবং দ্রুত শাস্তি দেয়েছেন সৌরভ।

আরও পড়ুন-মাসিক আয় মাত্র ৩-৪ হাজার! Big B-র কাছে তাঁর জুতো চাইলেন প্রতিযোগী, অমিতাভের উত্তর, ‘এটা তো আমি দিতে পারব না…’

সৌরভ দাসের পোস্ট
সৌরভ দাসের পোস্ট

তবে আবার এই পোস্টের কারণে পাল্টা ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেতা সৌরভ দাসকে। একজন তাঁকে আক্রমণ করে লিখেছেন, ‘নাটকটা সিরিয়াল আর OTT-তে করেন না ভাই। বাস্তবে এত নাটক কেউ পছন্দ করে না। আর সেদিন আপনার মিসেসকে এক্সপ্রেশনলেস বলেছিলাম তো কী বলেছিলেন যেন, Fees For Your Suggestion! বলছি আমরা অডিয়েন্সরা আপনার অভিনয় দেখা ছেড়ে দিলে, EMI গুলো মেটাতে পারবেন তো?’

সৌরভও অবশ্য এই আক্রমণের পাল্টা উত্তর দিতে ছাড়েননি। তিনিও পাল্টা লিখেছেন, ‘আরামসে মেটাতে পারব, নিজেকে ভগবান বলে মনে কোরো না।’ কেউ আবার সৌরভকে প্রশ্ন করেছেন, ‘তুমি রাস্তায় নেমেছিলে? যেখানেই থাকো, একা বা দলে, নেমেছিলে?’ এর উত্তরও দিয়েছেন সৌরভ। পাল্টা প্রশ্ন করে লিখেছেন, ‘সেলফি তোলা উচিত ছিল না?’ সৌরভের কথায় পাল্টা জবাবে ওই নেটিজেন ফের লেখেন, ‘নেমেছিলে কিনা সেটা জানার ছিল, সেলিফি তুলবে কি তুলবে না সেটা তোমার ব্যপারা। কারণ অনেক আগে থেকে তোমাদের প্রতিক্রিয়া আশা করেছিল সবাই।’

আবার অনেকেই সৌরভ দাসের প্রতিটা রাত নিরাপদ হোক এই মন্তব্যকে সমর্থন করেছেন।

সৌরভ দাসের পোস্টে কমেন্ট
সৌরভ দাসের পোস্টে কমেন্ট

আবার অনেকেই সৌরভ দাসকে তাঁর পোস্ট থেকে মৃতার নাম তুলে নেওয়ার আবেদন করেছেন। লিখেছেন, ‘নামটা সোরিয়ে দেবেন। নির্যাতিতার নাম উল্লেখ করা যায় না, সুপ্রিম কোর্ট এর আদেশ এটা। আপনরা সেলিব্রিটি, আপনদের আনেকই ফলো করছেন.. তাই আরও একটু দায়িত্বশীল হোল ভাল লাগতো।’

বায়োস্কোপ খবর

Latest News

অশ্বিনের কার্বন কপি! টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরে ডাক পাওয়া কে এই হিমাংশু সিং? আগামিকাল ললিতা সপ্তমী, কে হন তিনি? রাধারানীর প্রিয় ললিতা-পুজো মাহাত্ম্য রইল আরজি কর মামলায় কি দুটি FIR হয়েছিল? চালান কোথায়? ময়নাতদন্তে নর্থবেঙ্গল লবি! 'রেপ-টেপ সব জায়গাতেই হয় কিন্তু…',আরজি করের নৃশংস ঘটনা নিয়ে সৌরভের পর বেফাঁস ডোনা চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.