আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদে স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতেই (১৪ অগস্ট) পথে নেমেছিলেন বহু মহিলা। আর এই প্রতিবাদ শুধু কলকাতা নয়, ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমনকি এর আঁচ পড়েছে ভিন রাজ্য থেকে শুরু করে বিদেশের মাটিতেও।
১৪ অগস্ট বহু তারকাও প্রতিবাদে সরব হয়ে সাধারণ মানুষের সঙ্গে পথে নামতে দেখা গিয়েছে। মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন অভিনেতা সৌরভ দাস। তবে তিনি এই একদিনের রাত দখল বা রাত পাহারায় বিশেষ বিশ্বাসী নন। তিনি প্রতিরাতে নারীদের সুরক্ষা দেওয়ায় বিশ্বাসী। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত তেমনটাই বলছে। এমনকি এই একদিনের রাত দখলে যোগ দেওয়া নিয়ে কিছু লোকজনকে 'বিড়াল', ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করে বসছেন সৌরভ। ঠিক কী লিখেছেন অভিনেতা সৌরভ দাস?
সৌরভ লেখেন, ‘হাসি পায় যখন মাছের পাহারায়, লোকের কাছে relevant হতে এবং সহমর্মিতা দেখাতে বিড়াল পৌঁছে যায়। যাঁরা নিজেরাই বহুবার মহিলাদের অসম্মান করেছেন। নির্লজ্জ, মেয়েদের দুর্বল ভাবা বন্ধ করুন! এখন থেকে সব রাজ ওদের।’ তবে এই পোস্টের সঙ্গে দোষীদের কঠোরতম এবং দ্রুত শাস্তি দেয়েছেন সৌরভ।
তবে আবার এই পোস্টের কারণে পাল্টা ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেতা সৌরভ দাসকে। একজন তাঁকে আক্রমণ করে লিখেছেন, ‘নাটকটা সিরিয়াল আর OTT-তে করেন না ভাই। বাস্তবে এত নাটক কেউ পছন্দ করে না। আর সেদিন আপনার মিসেসকে এক্সপ্রেশনলেস বলেছিলাম তো কী বলেছিলেন যেন, Fees For Your Suggestion! বলছি আমরা অডিয়েন্সরা আপনার অভিনয় দেখা ছেড়ে দিলে, EMI গুলো মেটাতে পারবেন তো?’
সৌরভও অবশ্য এই আক্রমণের পাল্টা উত্তর দিতে ছাড়েননি। তিনিও পাল্টা লিখেছেন, ‘আরামসে মেটাতে পারব, নিজেকে ভগবান বলে মনে কোরো না।’ কেউ আবার সৌরভকে প্রশ্ন করেছেন, ‘তুমি রাস্তায় নেমেছিলে? যেখানেই থাকো, একা বা দলে, নেমেছিলে?’ এর উত্তরও দিয়েছেন সৌরভ। পাল্টা প্রশ্ন করে লিখেছেন, ‘সেলফি তোলা উচিত ছিল না?’ সৌরভের কথায় পাল্টা জবাবে ওই নেটিজেন ফের লেখেন, ‘নেমেছিলে কিনা সেটা জানার ছিল, সেলিফি তুলবে কি তুলবে না সেটা তোমার ব্যপারা। কারণ অনেক আগে থেকে তোমাদের প্রতিক্রিয়া আশা করেছিল সবাই।’
আবার অনেকেই সৌরভ দাসের প্রতিটা রাত নিরাপদ হোক এই মন্তব্যকে সমর্থন করেছেন।
আবার অনেকেই সৌরভ দাসকে তাঁর পোস্ট থেকে মৃতার নাম তুলে নেওয়ার আবেদন করেছেন। লিখেছেন, ‘নামটা সোরিয়ে দেবেন। নির্যাতিতার নাম উল্লেখ করা যায় না, সুপ্রিম কোর্ট এর আদেশ এটা। আপনরা সেলিব্রিটি, আপনদের আনেকই ফলো করছেন.. তাই আরও একটু দায়িত্বশীল হোল ভাল লাগতো।’