২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তাঁদের দাম্পত্য নিয়ে প্রথম থেকেই নানা আলোচনা-সমালোচনা। কেরিয়ারের শুরুতেই নিজের বোনকে নিয়ে বড় বিতর্কে জড়ান সৌরভ। যা শুধু তাঁকে নয়, তাঁর পরিবারিক জীবনকেও নাড়িয়ে দিয়েছিল। সৌরভের চরিত্র নিয়ে ট্রোল শুরু সেই থেকেই, যা এখনও অব্যাহত। এমনকী, দর্শনাকেও এগুলো সহ্য করতে হয় সৌরভকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণে।
দেখতে দেখতে বিয়ের ৭ মাস অতিক্রান্ত সৌরভ ও দর্শনার। দুজনের সম্পর্কের রসায়ন যে কতটা মধুর, তা ধরে পড়ে সোশ্যাল মিডিয়াতেই। আর এবার তো স্বয়ং শাশুড়িমা প্রশংসায় ভরালেন হবু বউমাকে।
আরও পড়ুন: লুলিয়ার জন্মদিন বলে কথা, চুমু না খেলে হয়! ভাইজানের এমন স্বভাব আগে দেখা যায়নি, দেখুন ফোটো
সূর্যতে অভিনয় করেছেন দর্শনা। যা কদিন আগেই মুক্তি পেয়েছে। আর সেই সিনেমার প্রিমিয়ারে সৌরভের মা-কে বউমার প্রশংসায় বলতে শোনা গেল, ‘সৌরভের কয়েক জন্মের পূন্য ছিল, যে দর্শনার মতো বউ আমাদের ঘরে এসেছে। এত মাটির মানুষ। মিষ্টি মুখ। সবথেকে ভালো কথা কারও খারাপ দেখে না। সবার পজিটিভ দিকটা দেখে। ওর মতো একটা মেয়ে পাওয়া, আমাদের পরিবারের জন্য ভীষণ আশীর্বাদ।’
আরও পড়ুন: চারদিকে টলি দম্পতিদের ডিভোর্সের খবর, সকলকে চমকে এবার যা করলেন রাজ-শুভশ্রী, দেখুন
এমনকী সাংবাদিকরা দর্শনা রান্না করতে পারে কি না তা নিয়ে প্রশ্ন করলে, সৌরভের মা জবাব দেন, ‘ও যেই প্রফেশনে আছে, সেটাতেই ও উত্তোরোত্তর বৃদ্ধি করুক, কেন রান্না করবে?’
আরও পড়ুন: অস্ট্রিয়ার মেডিক্যাল হেলথ রিসর্টে ক্যাটরিনা, বসে আছেন একাকী, সব ঠিক আছ তো?
এরপর দর্শনা ভাগ করে নেন, যখন তাঁর শাঁখা-পলা না পরা নিয়ে ট্রোল করা হচ্ছিল, তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন শাশুড়ি মা-ই। অভিনেত্রী বললেন, ‘মনে আছে, বিয়ের পর পর বাড়িতে শাঁখা-পলা পরেই থাকতাম। এবার কোনও অনুষ্ঠানে গেলে পরতাম না। তা নিয়ে অনেকের অনেক বক্তব্য ছিল। তখন আমার শাশুড়িমা খুব সাপোর্ট করেছে।’ বউমাকে থামিয়ে দিয়ে এবার সৌরভের মা-ই বলে উঠলেন, ‘আমি বলেছি, ওসব ছাড়। তুই শুধু তোর কাজটাই মন দিয়ে কর। ওসব নিময়নীতি মানতে হবে না। তোমার নিয়ম হবে, নিজের কাজের প্রতি ডেডিকেশন।’
সূর্য ছবিতে কাজ করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার আর দর্শনা বণিক। প্রেক্ষাগৃহে বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছে এই সিনেমা দর্শকদের থেকে।