Sourav Ganguly's new Car: ৩ কোটির মার্সিডিজ গাড়ি কিনলেন সৌরভ, ডোনার জন্য উপহার নাকি?
1/7সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির শখ কারুর অজানা নয়। বেহালার বাড়িতে সারি সারি বিলাসবহুল গাড়ি সাজানো রয়েছে মহারাজের। মার্সিডিজ থেকে অডি, বিএমডব্লিউ থেকে ফোর্ড-- একাধিক নামীদামী গাড়ির মালিক সৌরভ। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7মার্সিডিজ ব্র্যান্ডটি সৌরভের বিশেষ পছন্দের। বাজারে এই ব্র্যান্ডের নয়া গাড়ি এলে তা শোভা পাবেই সৌরভের গ্যারেজে। এবারও তার অন্যথা হল না। দিল্লি ক্যাপিটালসের ব্যর্থতা ভুলে নতুন গাড়ি কিনে ফেললেন দাদা।
3/7মার্সিডিজ বেঞ্জ GLS গাড়ির মালিক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মার্সিডিজ বেঞ্জের ফেসবুকে পেজে একটি ছবি পোস্ট করে সেই সুখবর ভাগ করে নেওয়া হয়। সেখানে শুধু সৌরভ নয়, সৌরভ-জায়া ডোনার হাতেও নতুন গাড়ির চাবি তুলে দেওয়া হল। (ছবি সৌজন্যে- মার্সিডিজ এবং ফেসবুক)
4/7ছবিতে দেখা গেল গাড়ির চাবি তুলে দেওয়ার পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে মহারাজকে স্বাগত জানানো হল। সৌরভ ঘরণীরও দেখা মিলেছে বাড়ির গ্যারেজের ঠিক সামনে নতুন গাড়ির সঙ্গে।
5/7মার্সিডিজ বেঞ্জ GLS-এর কলকাতায় বর্তমান দাম (অন-রোড প্রাইজ) ১ কোটি ৪৩ লাখ টাকা থেকে শুরু। গাড়িটির প্রায় প্রত্যেকটি জিনিস কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজেশনের উপর নির্ভর করে গাড়িটির চূড়ান্ত দাম। যা তিন কোটি ছাড়িয়ে যাবে আরামসে। (ছবি-ফেসবুক)
6/7গাড়িরর নম্বর প্লেটটি (WB 10E 1972) খুব ইন্টারেস্টিং। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্ম সালেক সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। ৩রা মে গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
7/7অনেকের মনেই প্রশ্ন এই গাড়িটি কি বউকে উপহার হিসাবে দিলেন প্রাক্তন বিসিবিআই সভাপতি? যদিও সেই জবাব মেলেনি।