আর জি কর কাণ্ডে সৌরভের মন্তব্য ও ভূমিকা নিয়ে শোরগোল পড়েছে। ঘটনায় সৌরভের ভূমিকা নিয়ে অনেকেই বিরক্ত। বিষয়টি নিয়ে ‘দাদা’র বিরুদ্ধে প্রকাশ্যেই সুর চড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনকি মুখ খুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তবে সৌরভকে না হয় বাদ দিলাম, এই প্রতিবাদে ডোনা নেই কেন? কেন ১৪ অগস্ট রাতে অন্যান্য শিল্পীদের সঙ্গে মিলে ডোনা পথে নামেননি?
অবশেষে কারণ জানালেন ডোনা গঙ্গোপাধ্যায়। শনিবার এক অনুষ্ঠানে এসে ডোনা বলেন, 'আমরাও ঠিক করেছিলাম সেদিন (১৪ অগস্ট)পথে নামব। কিন্তু সানার হঠাৎ ডিহাইড্রেশন হয়েছিল। ও বমি করতে শুরু করেছিল। তাই আমাদের আর নামা হয়নি।' তবে এই আমরা আর আমাদের বলতে কি ডোনা তাঁর সঙ্গে জুড়ে সৌরভের কথাও বলতে চেয়েছেন? সৌরভেরও কি সে দিন পথে নামার পরিকল্পনা ছিল? একথা অবশ্য ডোনার বক্তব্যে স্পষ্ট নয়। তবে ডোনা অবশ্য ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এই ঘটনাকে যা-ই বলি না কেন, কম বলা হয়। এই ঘটনায় নিন্দার ভাষা নেই।’
আরও পড়ুন-তোমার ফ্যান ছিলাম ভেবে নিজের গালে চড় মারতে ইচ্ছে করছে' দেবের ভূমিকায় ক্ষুব্ধ অনুরাগী
এদিকে ১৭ অগস্ট অর্থাৎ শনিবারের অনুষ্ঠানে ছিলেন সৌরভও। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে আবার যদি রাত দখলের কর্মসূচি নেওয়া হয়, তিনি কি তবে পথে নামবেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, মহারাজ সৌরভ তখন শুধু বললেন, ‘দেখা যাক।’ তবে এদিন আরজি করের ঘটনাকে 'ভয়ঙ্কর' বলেই ব্যাখ্যা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেন, দোষীদের তিনি এমন শাস্তি চান, যাতে ভবিষ্য়তে এমন আর কেউ না ঘটাতে পারেন। তবে 'ঘটনার তদন্ত সিবিআই করছে, আশাকরি দোষীদের শাস্তি হবে।' বলে মন্তব্য করেন সৌরভ।
তবে চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে সৌরভ বলেন, ‘এই দিকটা চিকিৎসকদের ভাবা উচিত, অনেক মানুষ চিকিৎসার জন্য তাঁদের দিকেই তাকিয়ে থাকেন। সেটা না পেলে মানুষের অসুবিধা হবে।’
এদিকে আরজিকরের ঘটনায় সৌরভ শুরুতে মন্তব্য করেছিলেন, ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে।’ আর তাঁর এমন মন্তব্যেই বেজায় চটেছেন শ্রীলেখা, স্বস্তিকা সহ আরও অনেকেই।