মেয়ে সানা এখন কর্মসূত্রে লন্ডনে থাকে। তাই সৌরভ-ডোনার ভরা পরিবার এখন অনেকটাই খাঁ খাঁ করে। যদিও এখন গঙ্গোপাধ্যায় পরিবারকে মাতিয়ে রাখছে এক খুদে। সৌরভ-ডোনার চারপেয়ে কন্যা মাস কয়েক আগেই জন্ম দিয়েছে নতুন প্রজন্মের। আর সেই সদস্যাকে নিয়েই এখন মেতে রয়েছে গোটা পরিবার। আরও পড়ুন-নতুন জা-এর সঙ্গে ডোনা! স্নেহার প্রাক-বিয়ের অনুষ্ঠানে হাজির সৌরভ-সানা, গাঙ্গুলি বাড়ির হবু জামাইকে চেনেন?
সৌরভ-ডোনার অবসর যাপনের সঙ্গী সুগার আর বাটার। ল্যাব্রাডার প্রজাতির সারমেয় সুগার, তারই মিষ্টি ছানা বাটার। বয়স মাত্র কয়েক মাস। সৌরভ-ডোনার চারপেয়ে কন্যা সুগার জন্ম দিয়েছে বাটারের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, সেখানে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসে রয়েছেন মহারাজ। ফোনে ব্যস্ত সৌরভ। আর তাঁর সঙ্গে খেলতে আগ্রহী বাটার। রীতিমতো সৌরভের কোলে উঠে পড়েছে সে। সৌরভের আদর খেয়ে পাশে শুয়ে থাকা মায়ের কাছে ছুটে যায় বাটার। মা-কে কামড়া কামড়ি শুরু করে পাশ থেকে ডোনাকে ‘এই এই’ বলে ডাকাডাকি করতে শুরু করে দেন।
অন্য আরেক ভিডিয়োতে দেখা গেল ড্রয়িং রুমের মাটিতে বসে রয়েছেন ডোনা। প্রাণ ভরে আদর করছেন সুগারকে। আর অন্য দিকে ছোট্ট বাটার এদিক-সেদিক ঘুরছে। সৌরভের মা বাটারকে ডাকছেন। কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। কথায় আছে না, আসলের চেয়ে সুদ প্রিয়। এখানে যদিও উলটো ছবি, সুগারকেই বেশি আগলে আগলে রাখেন ডোনা। সৌরভ-ডোনার পরিবারের দুই চারপেয়ে সদস্য এখন সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে।
মা-মেয়ের মিষ্টি ছবি এখন মাঝেমধ্যেই সোশ্যালে তুলে ধরছেন ডোনা।
শনিবার ডোনার পোস্ট করা সুগর ও বাটারের ছবিতে মন্তব্য করেছেন সুদীপা। তিনি লেখেন, ‘বাটারের মাথাটা মনে হচ্ছে সুগারের চেয়ে বড় হবে’। এই দুই সারমেয় এত্ত মিষ্টি যে দেখলে আদর করার লোভ সামলানো দায়।
ডোনা এখন বেজায় ব্যস্ত নাচের স্কুল দীক্ষামঞ্জরির অনুষ্ঠান নিয়ে। সদ্য মহাকুম্ভে পারফর্ম করল ডোনার নাচের দল। সরকারি অনুষ্ঠানে হামেশাই ডাক পড়ে সৌরভ ঘরণীর। চলতি বছরের গোড়াতেই গঙ্গোপাধ্যায় পরিবার থেকে এসেছে খুশির খবর। শ্বশুরমশাই হচ্ছেন সৌরভ। তবে তাঁর মেয়ে সানা নয়, বিয়ের পিঁড়িতে বসছেন মহারাজের ভাইঝি স্নেহা। ইতিমধ্যেই আংটি বদল সেরে ফেলেছেন স্নেহাশিস কন্যা। মিটেছে আর্শীবাদের অনুষ্ঠানও। আপতত শুধু ছাদনা তলায় সাত পাক ঘোরার অপেক্ষা। গঙ্গোপাধ্যায় পরিবারের হবু জামাই নিখিল ক্ষীরসাগার মার্কিন মুলুকে কর্মরত, পেশায় বিজ্ঞানী।