আরজি কর কাণ্ড নিয়ে সম্প্রতি বেফাঁস মন্তব্য করে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এই বিষয়ে কথা বলতে গিয়ে এটিকে 'স্ট্রে ইনসিডেন্ট' বলে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেন এমন ঘটনা হামেশাই ঘটে বা ঘটতে পারে, আর ঘটলেও কিছু যায় আসে না। আর তিনি এমন মন্তব্য করার পর সকলেই তাঁকে রীতিমত একহাত নিয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন তারকারাও। তবে এই ঘটনার পর এদিন পথে না নেমেও এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন সৌরভ এবং তাঁর ঘরণী। কিন্তু কী করলেন তাঁরা?
সৌরভ ডোনা প্রতিবাদ জানাতে কী করলেন?
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায় এদিন দুজনেই তাঁদের বিভিন্ন সমাজ মাধ্যমের প্রোফাইল ফটো কালো করে দেন প্রতিবাদ জানানোর জন্য। সৌরভ সেটার ক্যাপশনে লেখেন 'নতুন প্রোফাইল ফটো।'
তবে তাঁরা যতই এভাবে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে চান না কেন মন গলে না নেটপাড়ার। কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দেন তাঁরা। এক ব্যক্তি লেখেন, 'বেফাঁস কথা বলে রীতিমত ছড়িয়ে এখন নাটক করতে এসেছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ভুলভাল মন্তব্য করে লোকের কাছে গালি খেয়ে এখন প্রতিবাদ দেখানো হচ্ছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তাহলে ভয় কাটিয়ে অবশেষে সাহস দেখাতে পারলেন?'
আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন - মনোময় - অনুপম - রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'
প্রসঙ্গত কিছুদিন আগেও সৌরভ বেফাঁস মন্তব্য করে ফেলার পর তিনি জানিয়ে দেন তিনি যা বলতে চেয়েছেন সেটাকে ভুল বুঝেছেন সকলে। অন্য রকম ভাবে তুলে ধরা হয়েছে। ডোনাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, 'আমরাও ঠিক করেছিলাম সেদিন (১৪ অগস্ট)পথে নামব। কিন্তু সানার হঠাৎ ডিহাইড্রেশন হয়েছিল। ও বমি করতে শুরু করেছিল। তাই আমাদের আর নামা হয়নি। এই ঘটনাকে যা-ই বলি না কেন, কম বলা হয়। এই ঘটনায় নিন্দার ভাষা নেই।'