ইংল্যান্ডের শীত জমিয়ে উপভোগ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একগুচ্ছ ছবি দিলেন ইনস্টাগ্রামে--
1/5আপাতত লন্ডনের শীত জমিয়ে উপভোগ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেয়ে সানা আর বউ ডোনার সঙ্গে কাটাচ্ছেন সময়। পারিবারিক সেই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।
2/5মেয়ে সানা আর তাঁর বন্ধুদের এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ। লন্ডন আইয়ের সামনে স্নো ম্যান বানাতে ব্যস্ত সকলে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল সৌরভের শেয়ার করা এই ছবিগুলি।
3/5
মহারাজ ক্যাপশনে লিখলেন, ‘দুর্দান্ত সময়… কাছের মানুষদের সঙ্গে… ভালো মুহূর্ত… কলেজ জীবনের থেকে ভালো কিছু হয় না’। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সানা। মেয়ের সঙ্গে বাইরে আছেন ডোনা নিজেও। বিদেশ বিভুঁইয়ে মেয়েকে একা ছাড়তে মন চায়নি বাবার, তাই ডোনাও এখন সে দেশে, দাদাগিরির মঞ্চেই একথা জানিয়েছিলেন সৌরভ।
4/5৩ নভেম্বর ২১ বছরে পা দিয়েছিল সানা। তবে মেয়ের সেই বিশেষ দিনে লন্ডনে ছিলেন না সৌরভ। কলকাতাতে বসেই সোশ্যাল মিডিয়ায় করেছিলেন একটি মনখারাপ করা পোস্ট। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সানা। তোমাকে খুব ভালোবাসি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’
5/5দাদাগিরিতে একবার সৌরভ জানিয়েছিলেন কলকাতার বাড়িতে মাঝেমধ্যে কতটা একাকী লাগে তাঁর। বলেছিলেন, ‘আমি একটা ১৯ বছরের মেয়েকে সেন্ট্রাল লন্ডনে একা ছাড়তে পারিনিয। আমার স্ত্রীও ওর সাথে থাকে। কারণ ওখানে কোনও কলেজেই ক্যাম্পাসের মধ্যে হোস্টেল নেই। ওরা আমাদের লন্ডনের বাড়িতেই থাকে। এখানে আমি খুব একা হয়ে গিয়েছি।’