শুরু হয়ে গিয়েছে দাদাগিরির নতুন সিজন। দেখতে দেখতে ১০ নম্বর সিজনে পৌঁছে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রিয়েলিটি শো। দাদাগিরি শুরু হওয়া মানেই, উইকেন্ডে দর্শক আটকে জি বাংলায়। টিআরপিও বাড়ে চড়চড় করে।
শুরু থেকেই একেবারে ছক্করা হাঁকিয়ে চলেছেন সৌরভ। প্রতিযোগীদের সঙ্গে গল্প-আড্ডা-মজা-প্রশ্নোত্তর নিয়ে একেবারে জমে উঠেছে নতুন সিজন। আপাতত শুক্র ও শনি রাতে আসছে ‘দাদাগিরি’। তবে খবর রয়েছে, পুজোর পর ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলে শনি ও রবিবারের স্লটে দেওয়া হবে দাদগিরিকে।
চ্যানেলের তরফে একটি নতুন প্রোমো ছাড়া হল সামাজিক মাধ্যমে। যেখানে অভিনেত্রী জিনিয়া তরফদার সৌরভকে প্রশ্ন করেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় জামাই হিসেবে, নাকি ডোনা গঙ্গোপাধ্যায় বৌমা হিসেবে, কে বেশি ভালো।’ আর তাতে দাদাগিরি-র সঞ্চালকের জবাব, ‘দাদার কোনও তুলনাই হয় না’। ছেড়ে দেওয়ার পাত্রী নন সেই জিনিয়াও। ঘুরিয়ে ফের প্রশ্ন করলেন, ‘এরকম বলতে পারলে! বাড়ি গিয়ে ঝগড়া হবে তো।’ ডিফেন্সে দাদার জবাব, ‘ওসব প্রেম করার সময় হয়, তারপর আর হয় না।’
সৌরভ আর ডোনার বিয়ের গল্প কিন্তু কোনও রূপকথার থেকে কম নয়। প্রতিবেশী ডোনার প্রেমে পড়েছিলেন সৌরভ কৈশোরেই। সৌরভের অভিভাবকরা প্রথমেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। রাজি ছিলেন না ডোনার বাবাও। আর কী, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। শুধু তাই নয়, বিয়ের পর দিনই শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চলে যান তিনি। আইনি বিয়ের দিনটা ছিল ১৯৯৬ সালের ১২ অগাস্ট। এরপর ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি একটি ওয়েডিং রিসেপশন রাখা হয় দুই পরিবারের তরফে। আর ২০০১ সালে সৌরভ আর ডোনার কোল আলো করে আসে তাঁদের মেয়ে সানা।
খুব জলদিই বড় পর্দায় আসবে দাদার বায়োপিক। আনন্দ এল রাই রয়েছেন পরিচালনার দায়িত্বে। সৌরভের ভূমিকায় শোনা যাচ্ছে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। ২০২২ সালের মে মাসে আইপিএল চলাকালীন কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন ঐশ্বর্যা রজনীকান্ত। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের শীতেই মুক্তি পাবে দাদার বায়োপিক। সিনেমার শুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে। কলকাতাতেই হবে বেশিরভাগ শ্যুট। সৌরভের বেহালার বাড়িতেও হতে পারে শ্যুটিং। যাওয়া হতে পারে দাদার প্রিয় শহর লন্ডনেও। এখন দেখার সেখানে কাকে দেখা যাবে ডোনার চরিত্রে!