বিগত দু মাস থেকেই বিতর্কে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে তাঁর আরজি কর নিয়ে করা মন্তব্য নিয়ে যেভাবে কাঁটছেড়া হয়েছে, তা হয়তো সত্যিই অবিশ্বাস্য। এমনকী, বাদ যাননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও। তবে এবার দাদাকে দেখা গেল দুর্গা পুজোর মেজাজে। স্বমহিমায় সেজেগুজে তিনি পৌঁছলেন পুজো উদ্বোধনে।
কালো পাঞ্জাবিতে এদিন হাওড়ার একটি পুজো উদ্বোধন করতে যান বাংলার মহারাজা, ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৃতীয়ার দিন হাওড়া জেলার শিবপুরের মন্দিরতলার দুর্গাপুজো উদ্বোধন হল তাঁরই হাতে। এবার ১০০ বছরে পা রাখল এই পুজো। সেখানে দাঁড়িয়েই দাদা বলেন, ‘আমি দুর্গাপুজো উদ্বোধন করি না। এটা এই বছরের প্রথম ও শেষ দুর্গাপুজো উদ্বোধন।’
আরও পড়ুন: স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলের প্রেমে পড়লেন নাকি কুণাল ঘোষ? নায়িকার ছবি দিয়ে দিলেন গদগদ ক্যাপশন
অবশ্য পরে, নিজে পাড়ার পুজোতেও দেখা মিলল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বড়িশা প্লেয়ার্স কর্নার এর পুজাও উদ্বোধন করলেন তিনি।
আরও পড়ুন: ‘লোক ভাবে আমরা অন্ধ বলে…’! সারেগামাপায় আরাত্রিকা-অহনার যুগলবন্দি, রাঘবের বলা কথা ছুল সকলের মন
এদিকে দাদা যখন কলকাতায়, তখন স্ত্রী আর কন্যা রয়ছেন লন্ডনে। সানা বেশ কয়েকবছর ধরেই সেখানে। পড়াশোনা শেষ করে এখন চাকরি করছেন। আর ডোনা গিয়েছেন নাচের অনুষ্ঠান করতে। যদিও এবছর ডোনার একটি শো ক্যানসেল হয়। দাবি ওঠে, আরজি কর নিয়ে কথা বলার সময় তিনি যেভাবে ‘রেপ-টেপ’ বলেছিলেন, তাতেই নাকি অমন ঘটনা। যদিও সৌরভ পত্নী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি ক্যানসেল হলেও, বাদবাকি সব একই আছে। তবে এবার সব পুজো অনুষ্ঠানেই থাকছে প্রতিবাদের ছোঁয়া। তা শুধু বিনোদনমূলক হবে না।
বলে রাখা ভালো, কলকাতায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল ডোনার নাচের সংস্থা। সেখানে হাঁটার কথা থাকলেও, পুলিশের অনুমতি পাননি দাদা। শেষমেশ মিছিলের শেষে তিনি মোমবাতি জ্বালান আরজি কর নির্যাতিতার উদ্দেশে। এই মিছিলের সময় দেখা গিয়েছিল সৌরভ-কন্যা সানাকেও।