আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে খাদান। বর্তমানে জোর কদমে চলছে ছবির শেষ মুহূর্তের প্রচার। আর সেখানেই দেব এবং যিশুর সঙ্গে যোগ দিলেন ২ ক্রিকেট মহারথী, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী।
আরও পড়ুন: টোটা, আবির, পরম নাকি ইন্দ্রনীল : সব্যসাচীর পর ফেলুদা হিসেবে কে বেশি নজর কেড়েছেন?
খাদানের প্রচারে সৌরভ এবং ঝুলন
এদিন সুরিন্দর ফিল্মস অর্থাৎ খাদান ছবিটির অন্যতম প্রযোজকের তরফে একটি ছবি পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী এবং যিশু একসঙ্গে দাঁড়িয়ে আছেন। সকলের পরনেই খাদান লেখা টিশার্ট। সৌরভ এবং ঝুলনের হাতে ব্যাট। এই ছবিটি পোস্ট করে লেখা হয় 'দাদা ১১ ভার্সেস খাদান ১১ । ক্রিকেটের খেলা দুটো দুনিয়ার সেরাদের সঙ্গে। আসল খেলা শুরু হবে বড় পর্দায়, ২০ ডিসেম্বর।' তবে এই ম্যাচে কে জিতেছে সেটা স্পষ্ট নয়। কিন্তু খেলা যে জমিয়ে হয়েছে সেটাই বলাই বাহুল্য।
তবে এদিন টার্ফ ডেতে দেব এবং যিশু ছিলেন না। খাদান টিমের তরফে ছিলেন জন ভট্টাচার্য, নীলায়ন চট্টোপাধ্যায়, প্রমুখ। ম্যাচ শেষে তাঁদের সকলকে একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে।
খাদানের প্রচার
খাদান ছবিটির প্রচারে দেব তাঁর টিম নিয়ে গোটা বাংলা ঘুরে বেড়িয়েছেন। কখনও শিলিগুড়ি, কখনও মধ্যমগ্রাম, কখনও বাঁকুড়া, কখনও বীরভূম, তো কখনও রাজগঞ্জ। ছবির সাফল্য কামনায় পুজো দিয়েছেন তারাপীঠ, নৈহাটি বড় মায়ের কাছে।
খাদান ছবিটি প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।
আরও পড়ুন: রুল টুট গ্যায়া! ভুল দিক দিয়ে ড্রাইভ করে বড় অঙ্কের জরিমানা ইন্ডিয়ান আইডলের বিচারক বাদশার
আরও পড়ুন: 'ঘৃণা ছড়াবেন না', নিজের শোতে ডেকে অ্যাটলিকে 'রেসিস্ট' মন্তব্য করেছেন, অভিযোগ উঠতেই জবাব দিলেন কপিল!
বক্স অফিসে খাদান ছবিটি মুখোমুখি হবে আরও তিনটি ছবির। এসভিএফ প্রযোজিত, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান সহ ২০ ডিসেম্বর খাদানের সঙ্গে মুক্তি পাচ্ছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র এবং মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন।