আরজি কর কাণ্ড নিয়ে একাধিক কটাক্ষের মুখে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন অংশের মানুষ নিশানা করেছেন তাঁকে। তবে এতদিন মুখ বুজে থাকলেও, এক ইউটিউবারের রোস্টিং ভিডিয়োর জন্য অভিযোগ দায়ের করলেন সাইবার ক্রাইম বিভাগে।
সিনেবাপ চ্যানেলের মৃন্ময় দাস সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন তাঁর ভিডিয়োতে। এমনকী, একটি অশ্লীল মন্তব্যও করেন তাঁর বায়োপিককে ঘিরে। তারপরই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ওই ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। যার কপি রয়েছে হিন্দুস্তান টাইমস বাংলার কাছে।
আরও পড়ুন: ভাগ্নের জন্য সিনেমা বানাচ্ছেন না আমির খান! তাহলে কার হাত ধরে বলিউডে ফিরবেন ইমরান
মঙ্গলবার রাতেই সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য ই-মেল মারফত সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। সেখানে ওই ইউটিউবারের নাম ও ভিডিয়ো লিঙ্কও দেওয়া হয়।
সেই মেইলের বয়ান দেওয়া হল নীচে-
‘আপনাদের নজরে আনতে চাই একটি সাইবার বুলিং ও মানহানিকর বিষয়বস্তু, যা বানিয়েছেন মৃন্ময় দাস। এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে। যেখানে অশ্লীল ভাষা ও কুরুচিকর আক্রমণ শানানো হয়েছে। যা ওঁর মর্যাদাহানি করে।
আরও পড়ুন: গ্রামের মেয়ে অলিম্পিকে খেলে, দেশের হয়ে মেডেল আনবে তীরন্দাজিতে, জলসায় আসছে ‘রাঙামতি তীরন্দাজ’ সিরিয়াল
শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, এই ভিডিয়োতে আরও অনেকের নামেই মানহানিকর মন্তব্য করা হয়েছে, যাদের দেখানো হয়েছে সেখানে। আমরা চাই অবিলম্বে আপনারা ব্যবস্থা নিন, যারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে বুলি করার চেষ্টা চালাচ্ছে।’
দেখুন-
এই ভিডিয়োতে আরও যে তারকাদের কটাক্ষ করা হয়েছে, তাঁরা হলেন রচনা বন্দ্যোপাধ্যয়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক। সঙ্গে এক হাত নেওয়া হয়েছে প্রশাসন, কলকাতা পুলিশকেও। ডাক্তারকে চা খেতে বলায়, মমতার সমালোচনা করেছেন মৃন্ময়।
এমনকী, মুখ্যমন্ত্রী আরজি কর নির্যাতিতাকে ১০ লাখ দিতে চাইছেন, এমন একটি ক্লিপিংসও ব্যবহার করেছেন। ঠুঁকেছেন তৃণমূল সমর্থকদের।
আরও পড়ুন: ‘কত মেয়ে দুঃখ পেল’! বউ-র সঙ্গে ফেসবুক ডিপি দিলেন কিঞ্জল; লিখলেন, ‘যে আমাকে সব কিছুতে আগলে রাখে…’
ছাত্রসমাজের লালবাজার অভিযানে জলকামান চালানো বৃদ্ধর প্রশংসা করেছেন মৃন্ময় তাঁর এই পোস্টে। সবশেষে অবশ্য নর্থ বেঙ্গলের এই ছেলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ জানাতে ভোলেননি।
মৃন্ময় এই ভিডিয়োতে আরও জানিয়েছেন, চার মাস গলায় ইনফেকশনের কারণে তিনি ভিডিয়ো বানাতে পারেননি। রোজগারও প্রায় বন্ধ ছিল। তবুও এই ভিডিয়োর মনিটাইজেশন বন্ধই রেখেছেন তিনি। এই প্রতিবাদ করে তিনি অন্তত কোনো রোজগার করতে চান না।