লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে রবিবার ছিল আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা। আর বউ আর মেয়েকে নিয়ে দুর্ধর্ষ সেই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ও ডোনা এদিনের খেলা দেখতে যাওয়ার বেশকিছু ছবি শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। ডোনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে গ্যালারিতে বসে আছেন তাঁরা তিন জন।
সৌরভের শেয়ার করা পোস্টের প্রথম ছবিতে দেখা গেল তিনি দাঁড়িয়ে রয়েছেন এমিরেটস স্টেডিয়ামের বাইরে। পরনে জলপাই রঙের টি-শার্ট, হাফ হাতা পাফার জ্যাকেট ও গাঢ় নীল রঙের ট্র্যাক প্যান্ট। পরের ছবিটা মাঠের ভিতরের ছোট্ট একটা ভিডিয়ো। যখন আর্সেনালের ফুটবলাররা মেতেছিলেন জয়ের আনন্দে। পরের ছবিতে সানা আর সৌরভ। ঠিক তার পরের ছবিতেই মেয়ে আর বরের পাশে ছবির জন্য পোজ দিয়েছেন ডোনা।
ক্যাপশনে সৌরভ লিখলেন, ‘আমার প্রিয় খেলা দেখার কী দুর্দান্ত অভিজ্ঞতা। এই দেশে ফুটবলের পরিবেশ অনেকটা কারেন্টের মতো। ঠিক যেন আমাদের আইপিএল। দারুণ খেলা হল আজ। আর্সেনাল ভার্সেস ম্যান ইউ। ৩-১ আর্সেনালের।’
সৌরভের পোস্টে কমেন্ট করলেন রণবীর সিং। লিখলেন, ‘ওয়াও দাদা। কী দুর্দান্ত একটা ম্যাচের সাক্ষী থাকলে তুমি।’
অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য ২০১৯ সাল থেকে লন্ডনেই রয়েছেন সানা।পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। আর মেয়ের কাছে এই দীর্ঘ সময়টা থেকে গিয়েছিলেন ডোনা নিজেও। সম্প্রতিই গ্রাজুয়েশন সম্পন্ন করলেন সৌরভ কন্যা। মেয়ের কনভোকেশনে যোগ দিতে ইংল্যান্ডে তিন সপ্তাহের জন্য গিয়েছেন মহারাজা। অগস্টের শেষ সপ্তাহে লন্ডনে যান তিনি। সপরিবারে কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরবেন তাঁরা দেশে।
এদিকে সৌরভ লন্ডনে থাকলে কী হবে, দেশে তাঁর বায়োপিক নিয়ে জল্পনা-কল্পনা বেড়েই চলেছে। রণবীর কাপুর, রণবীর সিং-এর মতো বড় নাম আসছিল এতদিন সৌরভের চরিত্রে। তবে এবার খবর, পর্দায় 'দাদা'র চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। ছবির চিত্রনাট্য লেখার কাজও নাকি প্রায় শেষ। আগামী ডিসেম্বরে ঐশ্বর্য রজনীকান্তের (রজনীকান্তের মেয়ে) পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে। সৌরভের চরিত্রে অভিনয় করার জন্য আয়ুষ্মানের প্লাস পয়েন্ট হল, তিনিও সৌরভের মতো বাঁ-হাতি। তাই সৌরভকে পর্দায় ফুটিয়ে তুলতে খুব একটা সমস্যা হবে না ভিকি ডোনার অভিনেতার। যদিও সৌরভের নিজের পছন্দ ছিল নাকি হৃত্বিক রোশনকে। তবে ফাইটার নিয়ে ব্যস্ত হৃতিকের সঙ্গে এবিষয়ে কথাবার্তা খুব একটা এগোয়নি।