ক্রিকেটার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় তো সারা বিশ্বের মন জয় করে নিয়ছিলেন। তিনি বাংলার ছেলে, বাংলার মহারাজ, বাংলার প্রতিটা মানুষ এখনো গর্ব করে তাঁকে নিয়ে। তবে এবার কিন্তু দাদা ব্যাট হাতে নয়, মন জয় করল গান গেয়ে। দেখা গেল গায়ক জাভেদ আলীরই অনুরোধে তিনি মাইকে গাইলেন বলিউডের এই ভাইরাল গানের দু-চারটে শব্দ।
দেখা গেল সৌরভকে দেখতে পেয়ে এগিয়ে আসেন জাভেদ। তারপর মাইক এগিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে। সেই সময় ‘কিউ কি তুম ধরকন…’ বলেন জাভেদ। আর তাতে সৌরভ যোগ করেন, ‘তুম দিল’। আর এতেই উপস্থিত সকলে তুমুল হাততালি দিয়ে ওঠে।
আরও পড়ুন: ‘অপেক্ষা করতে পারছে না, অসৎ পথ নিয়ে…’! সারেগামাপা-জয়ী উজ্জয়নীর জন্য ফের ফেসবুকে সওয়াল লগ্নজিতার
দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি-
বিগত কয়েকমাসে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যার আসল কারণ অবশ্যই আরজি কর কাণ্ড। জুনিয়র ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনায় তিনি কিছু আলটপকা মন্তব্য করে ফেলেছিলেন। সেই সময়, রীতিমতো উত্তপ্ত ছিল বাংলার পরিস্থিতি। আর ফলে ঘরের ছেলেকেই তুলোধনা করার সুযোগ ছাড়েনি আমজনতা। সেইসময় তো এক ইউটিউবারের ট্রোল ভিডিয়ো নিয়ে সাইবার ক্রাইমেরও দ্বারস্থ হন সৌরভ। তবে এখন ধীরে ধীরে ট্রোলের নজর থেক অনেকখানিই বেরিয়ে এসছেন।
আরও পড়ুন: ১৮তে বিয়ে, ২২ বছরে ডিভোর্স! চলতি বছরেই কি দেবমাল্যকে ২য় বিয়ে, ফাঁস করলেন মধুমিতা
সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে ব্যবহার করা হয়েছে তুম জো মিলে গানটি। ২০১৫ সালে মুক্তি পায় এই সিনেমা। সেই থেকে এখনও সমানভাবে হিট এই গান। প্রীতমের সুরে গানটি গেয়েছিলেন জাভেদ আলিই।
তবে সৌরভকে এখন আর শুধু ক্রিকেটার বলা চলে না অবশ্য। কারণ তিনি বিগত ১০ বছরের বেশি সময় ধরে সামলে আসছেন জি বাংলার জনপ্রিয় গেম শো দাদাগিরি। যেখানে আমজনতা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকলকে সৌরভ গঙ্গোপাধ্যায় কুপোকাত করে দেন নিজের গুগলি দিয়ে। আর এখন তো তাঁর বায়োপিক আসারও অধীর অপেক্ষা চলছে। বলিউডে বেশ বড় বাজেটে এই সিনেমা আসার কথা রয়েছে। বছর তিন আগে ঘোষণা হলেও, দুর্ভাগ্যেরবিষয় শ্যুটিং কবে শুরু,তা অজানাই থেকে যাচ্ছে।