আরজি কর-কাণ্ড নিয়ে রীতিমতো অস্বস্তিতে বেহালা-র গঙ্গোপাধ্যায় পরিবার। সৌরভ-ডোনার মন্তব্যকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নানাভাবে সমালোচনা হচ্ছে তাঁদেরকে নিয়ে। তবে এরই মাঝে, এক অন্য ছবি দেখা পেল। যেখানে সৌরভকে পাশে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত হতে দেখা যায় এক মহিলাকে।
আরজি করে এই অমানবিক ঘটনা ঘটার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে তা নিয়ে প্রশ্ন করা হলে, নিজের বক্তব্য তিনি ধর্ষণ-খুনকে ‘দুর্ঘটনা’ ও ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে বসেন। আর দেখা যায়, বক্তব্যের সেই ক্লিপিংসটুকুই ভাইরাল হয়ে যায়। এরপর সৌরভ বারংবার বোঝানোর চেষ্টা করেন, তাঁর কথার ভুল অর্থ বের করা হয়েছে। কিন্তু তাতে কাজের কাজ হয়নি।
এরই মাঝে ডোনা গঙ্গোপাধ্যায় আবার আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পর্কে মন্তব্য করার সময় শব্দবন্ধ ব্যাবহার করেন ‘রেপ-টেপ’! নিজে একজন মহিলা হয়ে, এক মেয়ের মা হয়ে, ভাষা নির্বাচনের এই অসতর্কতা তাঁকে ফেলে দেয় প্রশ্নেক মুখে। নতুন করে ট্রোলশুরু হয় পরিবারকে ঘিরে।
সৌরভকে দেখা গেল পাটনা এয়ারপোর্টে:
তবে এসবের মাঝেই একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সৌরভের একটি ভিডিয়ো শেয়ার করা হল। যেখানে দেখা যাচ্ছে বাংলার মহারাজ পাটনা এয়ারপোর্টে। আর প্রাক্তন অধিনায়ককে দেখে আপ্লুত এক মহিলা। হাত ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন, দাদও তাঁকে আপন করে নেন। আহ্লাদে আটখানা ছিলেন তিনি, তা তাঁর অভিব্যক্তি থেকেই স্পষ্ট।
অনলাইনে ভাইরাল এই ভিডিয়োতে একজন লেখেন, ‘আমাদের এখানে কিন্তু ওনাকে তেমন কেউ পাত্তা দেয় না।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আসলে উনি আর ওনার বউ কী বলেছে, তা ওই মহিলা জানে না। তাই গলে জল!’ তৃতীয়জন লেখেন, ‘এরা কোন জগতে থাকে!’ চতুর্থজনের মন্তব্য, ‘এই তো সেই চটি চাটা সৌরভ না’!
সৌরভের সেই বিতর্কিত মন্তব্য:
‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের বিচ্ছিন্ন ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। একটা দুর্ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’, একদম শুরুর দিকে আরজি কর নির্যািতাকে নিয়ে মন্তব্য করেছিলেন সৌরভ।
রেপ-টেপ নিয়ে ডোনা:
বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনা। সেখানে তিনি নিজের বক্তব্যের মাঝেই বলে বসেন, 'রেপ টেপ সব জায়গায়তেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে এটা একটা বিরাট ব্যাপার'।