সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এক দশকের বেশি সময় হয়ে গিয়েছে। তবে বর্তমানে তাঁকে দাদাগিরিতে দেখা যায় সেই রিয়েলিটি শো চললেও। ফলে কিশোরদের মধ্যে এখনও তাঁর সমান জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। আর জনপ্রিয়তার কারণেই বাঁকুড়া থেকে এক ভক্ত তাঁর সঙ্গে দেখা করতে বেহালায় এসেছিল। কিন্তু নিরাশ হয়ে সে ফিরে গিয়েছে। এবার তাঁর সেই স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে।
আরও পড়ুন: 'সোজাসুজি বিচার করতে বসে যাই...', হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতবহ পোস্ট নাতাশার
সৌরভের সঙ্গে দেখা করবে কিশোর ভক্ত
অদ্রীশ যে সৌরভের সঙ্গে দেখা করতে এতদূর আসুক সেটা অনেকেই চায়নি। সে মাত্র ক্লাস ৭ এ পড়ে। বাড়ির কেউ রাজি না হওয়ায় নিজেই টাকা জমিয়ে কিছুদিন আগে বাঁকুড়া থেকে বেহালা এসেছিল অদ্রীশ। হ্যাঁ, বাড়ি থেকে এক প্রকার পালিয়ে, কাউকে কিছু না জানিয়েই সে এই কাণ্ড ঘটিয়েছিল। পরে তাঁকে সৌরভের বাড়ির সামনে থেকে পুলিশ উদ্ধার করে তাঁর বাড়িতে খবর পাঠায়। খবর পেয়ে ছেলেকে এসে ফিরিয়ে নিয়ে গেছে অদ্রীশের বাবা।
এই ঘটনার কথা এসে পৌঁছেছে সৌরভের কানে। তিনিও চান তাঁর এই পাগল ভক্তের সঙ্গে দেখা করতে। বর্তমানে লন্ডনে আছেন দাদা, কলকাতায় ফিরেই তিনি অদ্রীশের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। সেই জন্য তিনি পুলিশের সাহায্য চেয়েছেন।
অবশেষে অদ্রীশের ইচ্ছে পূরণ হতে চলেছে। বর্তমানে সৌরভের অফিস থেকে এই কিশোরের বাড়ির নম্বর জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। দাদা কলকাতায় ফিরলেই তিনি দেখা করবেন তার সঙ্গে। এক সময় ছোট ছেলের বায়না বলে অদ্রীশের বাবা মা যে কথাকে পাত্তা দেননি সেটাই এবার সফল হতে চলেছে।
আরও পড়ুন: 'OTP চাইছে, তারপরই...' রণজয়ের পর এবার সাইবার শিকারীদের ফাঁদে পড়তে যাচ্ছিলেন রাহুল! সতর্ক করে কী লিখলেন?
প্রসঙ্গত কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন গেল। এই বিশেষ দিনটি তিনি তাঁর পরিবারের সঙ্গে লন্ডনে কাটিয়েছেন। তার কিছু তিনি নিজে এবং তবে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।