সোমবার উলটো রথের দিন বিবাহ বন্ধনে বাধা পড়লেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। কলকাতার এক ফার্মহাউজে বসেছিল টলিউড দম্পতির বিবাহের আসর। বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে একটাও কথা খরচ করেননি নব দম্পতি। যদিও শেষ মুহূর্তে এসে বিযের মেনু থেকে ভ্যেনু, সবটাই চলে এসেছিল সামনে।
সোমবার রাতে বিয়ের ছবি শেয়ার করেন শোভন ও সোহিনী যৌথভাবে। আর ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হওয়ার এক বছরে।একই সাথে একই ঘরে’। শুভেচ্ছায় ভরিয়েছেন ভক্তরা। মন্তব্য করেছেন বেশকিছু তারকাও। ইশা সাহা লেখেন, ‘ওয়াও শুভেচ্ছা’। মিমি চক্রবর্তী লিখলেন, ‘শুভেচ্ছা। ভালোবাসায় বাঁধা থাকো’। সন্দীপ্তা সেন লেখেন, ‘শুভেচ্ছা। খুব ভালো থাক তোরা দুজনে’। এছাড়াও ঋদ্ধিমা ঘোষ, রুকমা রায়, শ্রুতি দাস, শ্রীমা ভট্টাচার্য, পিয়া চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতারা।
আরও পড়ুন: সোমবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে অক্ষয়-টুইঙ্কল, করোনা নিয়েই এলেন বিয়েবাড়ি?
সোমবার রাতের দিকে বেশ কিছু ছবি শেয়ার করেন সৌরভ দাস ও দর্শনা বণিক। যেখানে দেখা যায় তাঁরা আমন্ত্রিত ছিলেন সোহিনী-শোভনের বিয়েতে। হলুদ রঙের শাড়ি পরে গিয়েছিলেন দর্শনা। আর সৌরভের গায়ে ছিল মিন্ট গ্রিন রঙের পাঞ্জাবি। শোভন-সোহিনীকে মাঝে রেখে দুপাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন সৌরভ-দর্শনা।
দর্শনার শেয়ার করা এই ছবিতে আরও দেখা গেল প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রাশীস রায়দেরও।
আরও পড়ুন: স্বস্তিকা না সৌমিলি? সমুদ্র-পাড়ে চিৎকার করে কার নাম নিয়ে ভালোবাসি বলল দিব্যজ্যোতি
বছরখানেক আগেই প্রেমটা হয়েছিল সোহিনী আর শোভনের। ঠিক তার আগে দিয়েই ব্রেকআপ হয় দুজনের। সোহিনীর সঙ্হে ভেঙেছিল রণজয়ের সম্পর্ক। আর শোভনের বিচ্ছেদ হয় স্বস্তিকা দত্তের সঙ্গে। শোনা যায়, বছরের শুরুতে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যখন ঘুরতে গিয়েছিলেন দুজনে, তখনই হয়ে গিয়েছিল আংটি বদল।
আরও পড়ুন: ইউভানের গালে আদুরে চুমু বোনের! ইয়ালিনির ২টো নতুন ছবি দিলেন শুভশ্রী, মুখ দেখালেন?
এদিন মেরুন রঙের বেনারসি শাড়ি পরেন সোহিনী। সঙ্গে সাদা রঙের সোনালি পারের ব্লাউজ। বউয়ের সঙ্গে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি পরেছিলেন শোভন, আর সঙ্গে ছিল মেরুন রঙেরই ধুতি। এদিন আইনি কাগজে সই করে বিয়েটা হলেও, মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান সবটাই করেন তাঁরা। জানা যাচ্ছে, পুরো বাঙালি মেনু অতিথিদের সামনে পরিবেশন করা হয়েছিল। মটন থেকে মাছ, সবই ছিল। পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বসেছিল বিবাহবাসর।