বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav-Dona: কালীপুজোয় শ্বশুরবাড়িতে সৌরভ! সময় কাটালেন ডোনার সঙ্গে, জ্বালালেন প্রদীপ

Sourav-Dona: কালীপুজোয় শ্বশুরবাড়িতে সৌরভ! সময় কাটালেন ডোনার সঙ্গে, জ্বালালেন প্রদীপ

একসঙ্গেই কালী পুজো কাটল সৌরভ-ডোনার (ছবি-ফেসবুক)

প্রশাসনিক দায়িত্বে বোঝা কাঁধে নেই, খোশমেজাজে কালীপুজোর উদযাপনে সৌরভ। সঙ্গী ডোনা। 

গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তাঁকে কার্যত ছেঁটে ফেলা হয়েছে, সেই নিয়ে চর্চার শেষ নেই। সিএবি-র প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকেও সরে দাঁড়িয়েছেন মহারাজ। গত সাত বছর ধরে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে ছিলেন তিনি। প্রথমে সিএবি প্রেসিডেন্ট আর পরবর্তীতে বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। শত ব্যস্ততার মধ্যেও পুজোর দিনগুলো পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করতেন সৌরভ। আর এই বছর তো দায়িত্বমুক্ত মহারাজ কালীপুজোটা চুটিয়ে উপভোগ করলেন শ্বশুরবাড়িতে। এদিন স্ত্রী ডোনার সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁকে।

দেখো আলোয় আলোয়…. (ছবি-ফেসবুক)
দেখো আলোয় আলোয়…. (ছবি-ফেসবুক)

একসঙ্গে প্রদীপ জ্বালালেন সৌরভ-ডোনা। আলোর উৎসবে মাটির প্রদীপ জ্বালিয়েই হল উদযাপন। এদিন সৌরভের দেখা মিলল খাঁটি বাঙালি সাজে। সাদার উপর ঘন নীল প্রিন্টেট পাঞ্জাবি পরেছিলেন সৌরভ। ডোনার দেখা মিলল সালোয়ার কামিজে। কোনওরকম দায়িত্বের ঝক্কি নেই, তাই নিশ্চিতে পরিবারের সঙ্গে সময় কাটালেন সৌরভ।

কালী পুজোর আনন্দে মাতোয়ারা সৌরভ (ছবি-ফেসবুক)
কালী পুজোর আনন্দে মাতোয়ারা সৌরভ (ছবি-ফেসবুক)

২০১৫ সালে জগমোহন ডালমিয়ার পর সিএবি সভাপতি হয়েছিলেন তিনি। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন। এই বছর সেখানে তাঁর মেয়াদ শেষ হয়। সৌরভের মেয়াদ আর দীর্ঘায়িত করেনি বিসিসিআই। এখন সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন রজান বিনি। বোর্ডের তরফে সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান পদের জন্যও মনোনীত করা হয়নি। বোর্ড সভাপতি থাকছেন না, তা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সৌরভ গত ১৫ অক্টোবর বলেছিলেন, সিএবি-র নির্বাচনে তিনি লড়বেন। কিন্তু নির্বাচন না হওয়ায় সৌরভ সভাপতি হননি। আপতত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.