গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তাঁকে কার্যত ছেঁটে ফেলা হয়েছে, সেই নিয়ে চর্চার শেষ নেই। সিএবি-র প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকেও সরে দাঁড়িয়েছেন মহারাজ। গত সাত বছর ধরে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে ছিলেন তিনি। প্রথমে সিএবি প্রেসিডেন্ট আর পরবর্তীতে বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। শত ব্যস্ততার মধ্যেও পুজোর দিনগুলো পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করতেন সৌরভ। আর এই বছর তো দায়িত্বমুক্ত মহারাজ কালীপুজোটা চুটিয়ে উপভোগ করলেন শ্বশুরবাড়িতে। এদিন স্ত্রী ডোনার সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁকে।
একসঙ্গে প্রদীপ জ্বালালেন সৌরভ-ডোনা। আলোর উৎসবে মাটির প্রদীপ জ্বালিয়েই হল উদযাপন। এদিন সৌরভের দেখা মিলল খাঁটি বাঙালি সাজে। সাদার উপর ঘন নীল প্রিন্টেট পাঞ্জাবি পরেছিলেন সৌরভ। ডোনার দেখা মিলল সালোয়ার কামিজে। কোনওরকম দায়িত্বের ঝক্কি নেই, তাই নিশ্চিতে পরিবারের সঙ্গে সময় কাটালেন সৌরভ।
২০১৫ সালে জগমোহন ডালমিয়ার পর সিএবি সভাপতি হয়েছিলেন তিনি। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন। এই বছর সেখানে তাঁর মেয়াদ শেষ হয়। সৌরভের মেয়াদ আর দীর্ঘায়িত করেনি বিসিসিআই। এখন সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন রজান বিনি। বোর্ডের তরফে সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান পদের জন্যও মনোনীত করা হয়নি। বোর্ড সভাপতি থাকছেন না, তা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সৌরভ গত ১৫ অক্টোবর বলেছিলেন, সিএবি-র নির্বাচনে তিনি লড়বেন। কিন্তু নির্বাচন না হওয়ায় সৌরভ সভাপতি হননি। আপতত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।