বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রতিবন্ধীকে ধাক্কা নাগার্জুনার দেহরক্ষীর, দেখেও চুপ অভিনেতা! বিতর্ক বাড়তেই চাইলেন ক্ষমা

প্রতিবন্ধীকে ধাক্কা নাগার্জুনার দেহরক্ষীর, দেখেও চুপ অভিনেতা! বিতর্ক বাড়তেই চাইলেন ক্ষমা

নাগার্জুনার প্রতিবন্ধী ভক্তকে ধাক্কা দেহরক্ষীর।

নাগার্জুন এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন। ধনুশকে কয়েকবার পিছনে ফিরে তাকাতে দেখা গেল যদিও তিনিও হাঁটতে থাকেন।

সোশ্যাল মিডিয়া উত্তাল হয় যখন একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় নাগার্জুনার দেহরক্ষী ধাক্কা দেয় অভিনেতার এক ভক্তকে। আর দেখা যায়, তাতে কোনও প্রতিক্রিয়া না দিয়ে হেঁটে চলে যাচ্ছেন দক্ষিণের এই সুপারস্টার। পাশে দেখা যায় অভিনেতা ধনুশকেও। এক্সে এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োখানা শেয়ার করতেই, পড়ে যায় হইচই। আর এবার বিতর্ক বাড়তেই 

ভক্তকে ধাক্কা দিলেন নাগার্জুনের দেহরক্ষী

দেখা যায় এক একটি ক্যাফের পাশ থেকে হেঁটে বোরেচ্ছেন নাগার্জুনা। আর তখনই অভিনেতার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন সেই ক্যাফের এক কর্মী। যিনি বিশেষভাবে সক্ষম। তৎক্ষণাৎ নাগার্জুনার দেহরক্ষী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। যার ফলে লোকটি হোঁচট খেয়ে পড়ে যায়। নাগার্জুনা এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন। ধনুশকে কয়েকবার পিছনে ফিরে তাকাতে দেখা গেল যদিও তিনিও হাঁটতে থাকেন।নাগার্জুনা একটি কালো শার্ট, বেইজ প্যান্ট এবং জুতো পরেছিলেন। ধনুশকে নীল টি-শার্ট, ম্যাচিং প্যান্ট এবং জুতোতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন: ‘তুমি একদম ঠিক…’, দু' বছরে ২ বার বিয়ে, দুর্নিবার আর ছেলের জন্য কী বার্তা মোহরের

ঘটনার জন্য ক্ষমা চাইলেন নাগার্জুন

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখা হয়েছিল, ‘মানবতা কোথায় গেল?’ #nagarjuna। অভিনেতা এক্স-এ একটি নোট শেয়ার করেছেন, ‘এটি এইমাত্র আমার নজরে এসেছে ... এটা হওয়া উচিত ছিল না!! আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি (হাত জোড় করা ইমোজি) এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব ভবিষ্যতে, যাতে এই ধরনের ঘটনা আর না হয়!!’

আরও পড়ুন: ভালোবাসায় মুছেছেন হিন্দু-মুসলিম ভেদাভেদ! রিসেপশনে সোনাক্ষীর সঙ্গে রোম্যান্টিক নাচ জাহিরের

ভিডিয়োতে ভক্তদের প্রতিক্রিয়া

ভিডিয়োটি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নেট-নাগরিকরা। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, ‘তিনি প্রতিবন্ধী। কত অপমানিত বোধ করেছেন তিনি!’ অপর একজন লেখেন, ‘এটা হৃদয়বিদারক। ওই লোকটার সঙ্গে এমন ব্যবহার প্রাপ্য ছিল না।’ তৃতীয়জনের মন্তব্য, ‘সেলেবের খুব কাছাকাছি আসা ভক্তদের সামলানোর আরও ভালো উপায় আছে।’ চতুর্থজন লেখেন, ‘এখনও আমার হৃদয় ভারাক্রান্ত ... কত নিষ্ঠুর এই তারকারা।’

আরও পড়ুন: ‘দাগটা কীসের!’, সৌরভের গলায় দর্শনার ‘লাভ বাইট’ খুঁজে পেলেন নাকি অঙ্কুশ-ঐন্দ্রিলা

‘তিনি অবশ্যই প্রতিবন্ধী বা তার কিছু বিকাশজনিত ব্যাধি আছে এমনটাও হতে পারে। নাগার্জুনা যে বিষয়টি লক্ষ্য করেছেন এবং থামেননি, তা ভয়ঙ্কর।’, লেখেন অন্য আরেকজন। 

নাগার্জুনার আসন্ন ছবি সম্পর্কে

ভক্তরা এরপর কুবের সিনেমায় নাগার্জুনাকে দেখতে পাবেন। সিনেমার নামই বুঝিয়ে দিচ্ছে, কী বিষয়বস্তু এই সিনেমার। কুবের সম্পদের দেবতা হিসাবে পরিচিত। শেখর কাম্মুলার 'কুবেরে'-রয়েছেন ধনুশ, নাগার্জুনা, রশ্মিকা মান্দানা এবং জিম সরভ।

শ্রী ভেঙ্কটেশ্বর সিনেমাস এলএলপি এবং অ্যামিগোস ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডের ব্যানারে ছবিটি যৌথভাবে সুনীল নারাং এবং পুস্কুর রাম মোহন রাও প্রযোজনা করেছেন। কুবের একটি প্যান-ইন্ডিয়া বহুভাষিক সিনেমা, যা তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় একসঙ্গে শুটিং করা হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল হাসপাতালে ভরতি জুনিয়র ডাক্তার পুলস্ত্য এখন কেমন আছেন? জানালেন NRS-এর চিকিৎসক মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল দায়িত্ব নেওয়ার বদলে পালিয়ে গেলেন? হরমনপ্রীতের শেষ ওভারে ব্যাটিং ঘিরে অনেক প্রশ্ন কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.