দক্ষিণ আফ্রিকার র্যাপার শেবেশক্সটের (Shebeshxt) জীবনে শোকের ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিজের ৯ বছরের কন্যা সন্তানকে হারালেন গায়ক। চালকের আসনে ছিলেন তিনি, প্রাণে বেঁচে গেলেও পা বাদ গিয়েছে তাঁর। শেবেশক্সটের আসল নাম লেহলোগোনোলো কাটলেগো চাউকে। আরও পড়ুন-সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে বিবাদ কোয়েলের! মেয়ের হয়ে পর্দায় ওকালতি করবেন রঞ্জিত মল্লিক
গত শনিবার রাত ১০টা নাগাদ লিম্পোপোর স্মেল্টারস মাইনের কাছে আর৩৭ রোডে দুর্ঘটনাটি ঘটেছে। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে উলটে যায় তাঁর গাড়ি। ২৭ বছর বয়সী সংগীতশিল্পী উত্তর লিম্পোপো প্রদেশে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সিয়ানকোবা র্যালি উদযাপন কনসার্টে পারফর্ম করতে যাচ্ছিলেন। নতুন ভক্সওয়াগেন পোলো চড়ে বান্ধবী এবং মেয়ের সাথে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় ট্রাকের সাথে সংঘর্ষে উল্টে যায় গাড়িটি।
দুঃখজনকভাবে অতিরিক্ত চোট লাগার কারণে শিল্পীর মেয়ে অনথ্যাটাইল মারা যায় এবং শেবেশস্ট একটি পা হারিয়ে ফেলেন। মেয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ব়্যাপার। তিনি লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি সেই দুর্ঘটনার সাথে সামঞ্জস্য স্থাপন করার চেষ্টা করছি যা আমাকে ট্রমা এবং অনেক চোখের জল দিয়েছে। আমার পা হারানোই যথেষ্ট ছিল, কিন্তু আমার মেয়েকে হারানোর জন্য প্রস্তুত ছিলাম না, আমি তোমাকে খুব ভালোবাসি অনথ্যাটাইল’।
'আজকের প্রজন্ম বাপ-মা'র অনুমতির প্রয়োজন বোধ করে না…', ভিনধর্মে মেয়ের বিয়ে, খুশি নন শত্রুঘ্ন?
এই দুর্ভাগ্যজনক খবর সামনে আসার পর ফ্যানেরা মন শক্ত করার বার্তা দেয় শেবেশক্সটকে। কীভাবে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল সেই নিয়ে তদন্তের নির্দশ দিয়েছে লিম্পোপোর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। গত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয় প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন গায়ক। গত জানুয়ারিতেও সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছিল তাঁর গাড়ি। কিন্তু সেভাবে চোট-আঘাত পাননি শেবেশক্সট। সে জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও লিখেছিলেন তিনি।