বাংলা নিউজ > বায়োস্কোপ > Mamta Mohandas: শ্বেতীরোগে আক্রান্ত মমতা, বিবর্ণ হয়ে যাচ্ছে মুখ! লিখলেন দক্ষিণী সুন্দরী

Mamta Mohandas: শ্বেতীরোগে আক্রান্ত মমতা, বিবর্ণ হয়ে যাচ্ছে মুখ! লিখলেন দক্ষিণী সুন্দরী

কী হয়েছে অভিনেত্রীর? 

বিবর্ণ হয়ে যাচ্ছে মুখ! সামান্থার পর বিরল রোগে আক্রান্ত আরও এক দক্ষিণী সুন্দরী মমতা মোহনদাস। 

সামান্থার পর এবার মমতা! অটোইমিউন রোগে আক্রান্ত আরও এক দক্ষিণী সুন্দরী। গত বছর অক্টোবরে সামান্থা রুথ প্রভু সামনে এনেছিলেন মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার কথা, এবার মালায়ালি বিউটি মমতা মোহনদাস (Mamta Mohandas) জানালেন 'ত্বকের রং হারাচ্ছেন' তিনি। একগুচ্ছ সেলফি পোস্ট করে নিজের শারীরিক পরিস্থিতির আপটেড দেন মমতা।

ইনস্টাগ্রামে দিলেন কঠিন খবর

অটোইমিউন রোগ ভিটিলিগো-তে(Vitiligo) আক্রান্ত হয়েছেন মমতা। যাকে আমরা সাধারণ শ্বেতী বলে থাকি। শুধু নিজের এই অটোইমিউন রোগের কথাই জানাননি মমতা, ইনস্টাগ্রামে নিজের বিবর্ণ মুখের ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে কালো টি-শার্ট, প্যান্ট এবং জ্যাকেটে দেখা মিলল মমতার। ত্বকের রং ধীরে ধীরে সাদা হয়ে যাওয়া নিয়ে মমতা লেখেন, ‘প্রিয়, আমি এখন যেভাবে তোমাকে আলিঙ্গন করেছি, আগে কখনও করিনি। তাই দেখলাম, আমি নিজের রং হারাচ্ছি… তাতে কী? আমি প্রতিদিন তোমার চেয়েও আগে ঘুম থেকে উঠি যাতে তোমার প্রথম কিরণটা দেখতে পাই’।

এই মুহূর্তে কেরলে চিকিৎসা চলছে মমতার। বরাবরই ফাইটার হিসাবে পরিচিত অভিনেত্রী, এর আগে মারণরোগ ক্যানসারের সঙ্গে যুদ্ধ জিতেছেন মমতা।

মালায়ালাম অভিনেত্রী মমতা মোহনদাস রবিবার নিজের ইনস্টা হ্যান্ডলে জানান শরীরে শ্বেতি হওয়ার কারণে ত্বকের রং ফ্যাকাসে হয়ে গিয়েছে। সেলফি পোস্টের সঙ্গে একটি সুন্দর কবিতাও জুরে দিয়েছেন। তবে মমতা যে প্রথমবার এই ধরণের কঠিন অসুখের সঙ্গে মোকাবিলা করছেন এমনটা নয়। এর আগে দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন এই মালায়ালাম অভিনেত্রী। এবারও সব পরিস্থিতির মোকাবিলা করতে সফল হবেন মমতা, বিশ্বাস অনুরাগীদের।

ভিটিলিগো বা শ্বেতী কী?

ভিটিলিগো (Vitiligo) হল হল ত্বকের একটি অসুখ। সাধারণত শরীরের কোনও বিশেষ স্থানের ত্বকের রং উৎপাদনকারী কোষ বা মেলানোসাইট রোগাক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেলানিন নামক ত্বকের রঞ্জক (রং) তৈরি বন্ধ হয়ে যায় এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা দাগ পড়ে। তবে এই রোগ কোনওভাবেই ছোঁয়াচে রোগ নয় বা প্রানঘাতি নয়।

দু'বার ক্যানসার আক্রান্ত হন মমতা

২০১০ সালে লিমফ্যাটিক সিসটেমে ক্যানসার ধরা পড়ে মমতার, সেই যুদ্ধে জয়ী হওয়ার পর ২০১৩ সালে ফের স্তন ক্যানসারে আক্রান্ত হন মমতা। এরপর লস অ্য়াঞ্জেলসে গিয়ে চিকিৎসা করান অভিনেত্রী তথা গায়িকা। ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৭ বছর পার করে ফেলেছেন অভিনেত্রী। ২০০৫ সালে হরিহরণ পরিচালিত মালায়ালাম ছবি ‘মাহুখম’-এর সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু তাঁর, এই ছবিতে তাঁর নায়ক ছিল সুপারস্টার মামুথি। মূলত মালায়ালাম ছবিতে কাজ করলেও কন্নড়, তামিল,তেলুগু ছবিতেও কাজ করেছেন মমতা।

 

 

বন্ধ করুন