বুধবারই জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের প্রোমো লঞ্চ করেছে স্টার জলসা। তার একদিনের মধ্যে এবার জামাইষষ্ঠীর বিশেষ প্রোমো প্রকাশ্যে আনল জ়ি বাংলাও। এই দুই বাংলা বিনোদন চ্যানেলের প্রতিযোগিতার কাছে হার মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াইও।
এর আগেও একই বিষয়ে সিরিয়াল নিয়ে আসরে নেমেছিল দুই চ্যানেল। এবার লড়াইয়ের ময়দানে চ্যানেলদের হাতিয়ার তাদের জামাইরা। বৃহস্পতিবার বিকেলে জ়ি বাংলার ফেসবুক পেজে প্রকাশিত প্রোমোয় দেখা যাচ্ছে সিরিয়ালের হিরোরা জামাইয়ের সাজেই একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।
পাশাপাশি সিরিয়ালের বর্তমান প্লটে যে চমক আসতে চলেছে সেই ইঙ্গিতও রয়েছে। আগামী ৫ থেকে ১০ই জুন পাঁচদিন ধরে জামাই ষষ্ঠী পালনের মধ্যে দিয়েই গল্পে আসবে নতুন মোড় তার সঙ্গে থাকবে খাওয়া দাওয়া আড্ডা। প্রোমোতে দেখা যাচ্ছে জামাইষষ্ঠী উপলক্ষে উচ্ছেবাবু এনেছে মিঠাইয়ের তৈরি মিষ্টি, আবার রাতুল সাজিয়েছে সবার শ্বশুরবাড়ির জন্য তত্ত্ব, অন্যদিকে অর্জুনকে ধুতি পরতে সাহায্য করছে আহির।
এককথায় জামাইষষ্ঠীর এই প্রোমো ফিরিয়ে এনেছে বাঙালির বনেদিয়ানা আর যৌথ পরিবারের মিলেমিশে থাকার আনন্দকে। যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আর এই পরিবারের গল্প নিয়েই আগামী সপ্তাহজুড়ে জ়ি বাংলায় থাকছে টানটান বিনোদন।