রণবীর কাপুর বরাবরই নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা উত্তর দিতে পিছপা হন না। ছোট থেকেই ফিল্মি পরিবারে মানুষ হয়েছে রণবীর। রাজ কাপুরের নাতির ছোটবেলাটা কেমন ছিল? সম্প্রতি ইউটিউব চ্যানেলে 'নিখিল কামাথ ফর পিপল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর যা জানালেন তা শুনে ঘাবড়ে যেতে পারেন আপনি! প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু সিংয়ের ঝগড়া নিয়ে ভয়ে গুটিয়ে থাকতেন অভিনেতা।
ঋষি ও নীতুর সম্পর্কের টানাপোড়েনের কথা কারুর অজানা নয়। মদ্যপ স্বভাবের জেরে লম্বা সময় নীতুর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ঋষির। সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে রণবীর বলেন, ‘যে কেউ বেশি জোরে কথা বলে, তা আমাকে ছোটবেলা থেকেই বিরক্ত করে। বাবা-মাকে অনেক ঝগড়ার করতে দেখেছি। আমরা একটি বাংলোতে থাকতাম, তাই আমি আমার শৈশবের বেশিরভাগ সময় সিঁড়িতে কাটিয়েছি, তাদের লড়াই শুনেছি। আমি সবসময় ভয় পেতাম এবং গুটিয়ে থাকতাম’। তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আমার দিদিও আশেপাশে ছিল না, তাই আমি একরকম নিজেকে দোষী ভাবতাম। আমার মা আমাকে তার অনুভূতির কথা বলতেন। কিন্তু আমার বাবা অতটা এক্সপ্রেসিভ ছিলেন না। আমি কখনো তার দৃষ্টিভঙ্গি বুঝতে পারিনি বা শুনিনি’।
ঋষি কাপুর-নীতু কাপুরের বিয়ে ও সংসার
ঋষি কাপুর এবং নীতু কাপুরের প্রেম অনেকটা সিনেমার মতো। একটি চলচ্চিত্রের সেটে এই জুটির দেখা হয়েছিল এবং প্রেমে পড়েন। ১৯৮০ সালে ২২ জানুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের পরপরই তাঁরা দুই সন্তান ঋদ্ধিমা কাপুর এবং রণবীর কাপুরের বাবা-মা হন। বিয়ের পর, নীতু অভিনয় ছেড়ে দিয়ে, পরিবার ও বাচ্চাদের দেখাশোনা শুরু করেন। অন্য দিকে ঋষি তখনও লাখো মানুষের হার্টথ্রব।
একাধিক নায়িকার সঙ্গে ঋষির প্রেমের খবর আসত। ঘনিষ্ঠতা নিয়ে ফিসফাস চলত বলিমহলে। যা নিয়ে মুখ খুলেছিলেন খোদ নীতু। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি তাকে শতবার ফ্লার্ট করার সময় ধরেছি। ওর একাধিক সম্পর্কের খবর আমার কাছে এসেছে আউটডোর শ্যুটের সময়। কিন্তু আমি জানি ওগুলো শুধুই ওয়ান-নাইট স্ট্যান্ড। দুই বছর আগে, আমি এটা নিয়ে তার সঙ্গে অনেক ঝগড়া করতাম কিন্তু এখন আমি ঠিক করেছি, ছেড়ে দেব। কতদিন চালাতে পারে এসব দেখা যাক।’
জুটির মেয়ে ঋদ্ধিমা পারিবারিক ট্রাডিশন মেনে বলিউডে পা দেননি। যদিও করিনা-করিশ্মাদের চেয়ে কম সুন্দরী নন রণবীরের দিদি। ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির 'সাওয়ারিয়া' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রণবীরের। এরপর 'বচন এ হাসিনো', 'ওয়েক আপ সিড', 'রাজনীতি', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র মতো সিনেমায় অভিনয় করেন তিনি। রশ্মিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি, সুরেশ ওবেরয় এবং শক্তি কাপুরের সঙ্গে 'অ্যানিম্যাল' ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। বাণিজ্যিক সাফল্য সত্ত্বেও এই ছবিতে উগ্র পৌরুষের উদযাপন দেখানোয় নারীবাদীদের রোষের মুখে পড়েছেন রণবীর। আগামিতে নীতিশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে তাঁকে।