বাংলা নিউজ > বায়োস্কোপ > মাঝ আকাশে ‘গঙ্গুবাই’ আলিয়ার গানে উদ্দাম নাচ বিমান সেবিকার, তুমুল ভাইরাল ভিডিয়ো

মাঝ আকাশে ‘গঙ্গুবাই’ আলিয়ার গানে উদ্দাম নাচ বিমান সেবিকার, তুমুল ভাইরাল ভিডিয়ো

আলিয়াকে নকল করল বিমান সেবিকা

প্লেনের মধ্যেই ‘ঢোলিড়া’ গানে নাচল বিমান সেবিকা, দেখুন সেই সাড়া ফেলা ভিডিয়ো-

সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড ‘গঙ্গুবাই’-এর সিচনেচার পোজ নকল করা। তবে এক বিমান সেবিকা ‘গঙ্গুবাই’ আলিয়ার পোজ নয়, পুরো নাচই নকল করে ফেলল হুবহু। মাঝ আকাশে সঞ্জয় লীলা বনশালির ‘ঢোলিড়া’ গানে নেচে ফের ভাইরাল উমা মীনাক্ষী নামের এই এয়ার হোস্টেস। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ উমা। দিন কয়েক আগেই এপি ধিলোঁর ‘এক্সকিউজ’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। এরপর লাগাতার বলিউডের ট্রেন্ডিং গানে নেচে ইনস্টাগ্রাম কাঁপাচ্ছেন স্পাইসজেটের এই বিমান সেবিকা।

বিমানের মধ্যে স্পাইসজেটের ইউনিফর্ম পরেই তুমুল নাচতে দেখা যাচ্ছে ওই বিমান সেবিকাকে। শুধু দুর্দান্ত নাচই নয়, তাঁর অভিব্যক্তিও নজর কাড়া। ভিডিয়োর ক্যাপশনে উমা লিখেছেন, ‘ঢোলিড়া ট্রেন্ড.. এয়ারক্র্যাফ্টের মধ্যে’। এই ভিডিয়োতে আলিয়া ভাটকেও ট্যাগ করতে ভোলেননি উমা মীনাক্ষী। 

ইনস্টাগ্রামে হু হু করে ভাইরাল উমার একাধিক ভিডিয়ো, কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। সকলেই মুখেই এক কথা, ‘তুমি দুর্দান্ত ডান্সার’। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে উমার ফলোয়ার সংখ্যা ৮ লক্ষ ছুঁইছুঁইছ। উমার এই সকল ভাইরাল  ভিডিয়ো নিয়ে আপনার কী মতামত? 

 

বন্ধ করুন