বাংলা নিউজ > বায়োস্কোপ > আমেরিকার আগেই ভারতে বড়পর্দায় এন্ট্রি নিচ্ছে স্পাইডার ম্যান! ঘোষণা মার্ভেলের

আমেরিকার আগেই ভারতে বড়পর্দায় এন্ট্রি নিচ্ছে স্পাইডার ম্যান! ঘোষণা মার্ভেলের

'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' এ দেখা যাবে টম হল্যান্ড এবং বেনেডিক্ট কাম্বারব্যাচ-কে।

এবার নির্ধারিত সময়ের আগেই ভারতে এন্ট্রি নিচ্ছে স্পাইডার ম্যান।

সারা বিশ্বে অন্যতম প্রিয় সুপারহিরো ছবিদের তালিকায় একেবারে ওপরের দিকে রয়েছে স্পাইডার ম্যান। কমিকস হোক কিংবা সিনেমা, স্পাইডার ম্যানের জালে আটকা পড়েনি এমন ফ্যান বিরল। প্রতিবারই এই সুপারহিরোর নতুন ছবি ঘিরে আগ্রহ ও উত্তেজনা ওঠে তুঙ্গে।

এবার নির্ধারিত সময়ের আগেই ভারতে এন্ট্রি নিচ্ছে স্পাইডার ম্যান। খুলেই বলা যাক বিষয়টা। আগামী ১৭ ডিসেম্বর দেশের সবকটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল টম হল্যান্ড অভিনীত 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম'। বহু প্রতীক্ষিত মার্ভেল স্টুডিওজ-এর এই ছবি এবার আর ওইদিন মুক্তি পাবে না। বদলে একদিন আগেই অর্থাৎ ১৬ ডিসেম্বর দর্শকদের সামনে হাজির হতে চলেছে তাঁদের 'ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডার ম্যান'। এবং তা শুধু ইংরেজিতেই নয়। হিন্দি, তামিল, তেলেগুতেও।আর সবথেকে বড় কথা হলিউড ছবি হওয়া সত্বেও আমেরিকার আগেই ভারতে মুক্তি পাবে এই ছবি।

খবরের সত্যতায় সিলমোহর দিয়ে জনপ্রিয় ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে এই খবর ঘোষণা করেছেন। সঙ্গে জুড়েছেন 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' ছবির ঝাঁ চকচকে একটি নতুন পোস্টার।

প্রসঙ্গত, 'স্পাইডি' হিসেবে টম হল্যান্ডের এটি তিন নম্বর অ্যাডভেঞ্চার হতে চলেছে। ছবিতে টম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেমি ফক্স এবং অন্যান্যরা। জোর গুঞ্জন, এই ছবিতে মাল্টিভার্স-এর তত্ব থাকার সুবাদে নাকি দেখা যাবে 'স্পাইডার ম্যান' চরিত্রে অভিনয় করা আগের দুই হোলি-তারকা টোবি ম্যাকগুয়ের এবং অ্যান্ড্রু গারফিল্ড-কে। যদিও এই খবরকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন টোবি এবং অ্যান্ড্রু দু'জনেই। এই ছবির ট্রেলারেও দেখা যায়নি তাঁদের। তবে নেটপাড়ার এক বিরাট অংশের ধারণা, সম্ভবত সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম'-এর একটি নতুন ছবি অনলাইনে ফাঁস হতেই তোলপাড় শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়।তবে কি সত্যি সত্যিই একসঙ্গে দেখা যাবে তিন স্পাইডার ম্যান -কে? এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে মার্ভেল স্টুডিওজ কর্তৃপক্ষ। তবে এই ছবি নকল নয় ভেবেই আপাতত আশায় বুক বেঁধে রয়েছেন 'স্পাইডি' ভক্তরা।

বায়োস্কোপ খবর

Latest News

অনিশ্চিত হয়ে পড়ল পরীমনির টলিউডের প্রথম কাজের ভবিষ্যৎ? শ্যুটিং শেষের পরও কী ঘটল ভোটমুখী জম্মু ও কাশ্মীরে ফের ঝরল রক্ত, মোদীর সফরের আগেই শহিদ ২ সেনাকর্মী, জখম ১ ISL Live Streaming: কখন, কোথায়, কীভাবে দেখবেন বেঙ্গালুরু বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ইষ্টিকুটুমের স্মৃতি হাতড়ে 'বাহা' রণিতা কেন বললেন, 'মনে হতো আর পারছি না...' 'লাইভ হোক...', আন্দোলনকারী ডাক্তারদের চাপে ফেলতে এবার নয়া দাবি কল্যাণের রাতভর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আজও কি ভারী বর্ষণ জারি থাকবে? লিভিংস্টনদের সামনে ফিকে শর্টের ঐতিহাসিক ইনিংস! অজিদের ৩ উইকেটে হারাল ইংল্যান্ড 'সানগ্লাসটা খুলুন, টেলিপ্রম্পটারের প্রতিফলন হচ্ছে', বোসকে ট্রোল TMC নেতার 'বাবা'র সঙ্গে মাত্র ১২ বছরের ফারাক! অনিল মেহতার সঙ্গে মালাইকার মায়ের কী সম্পর্ক নিয়মিত পথে নেমেও কটাক্ষের শিকার, ক্ষোভ উগরে স্বস্তিকা বললেন ‘আমাদের সং ভাবে’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.