সুপরিচিত আধ্যাত্মিক বক্তা তথা গায়িকা জয়া কিশোরীকে সকলেই চেনেন। সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফ্যান জয়ার। মূলত শ্রীকৃষ্ণ বিষয়ক কথাই বেশি বলেন তিনি। জীবনের মোহ মায়া ত্যাগ করে কীভাবে ঈশ্বর সাধনায় লিপ্ত হতে হয়, সেটাই তাঁর কথায় বারবার উঠে আসে। এহেন জয়া কিশোরীর হাতে সম্প্রতি ২ লক্ষ টাকার ব্যাগ দেখে রীতিমতো চমকে যান সোশ্যাল মিডিয়ার ইউজাররা।
২৯ বছর বয়সী তরুণী জয়া কিশোরীকে সম্প্রতি দেখা গেল এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে। জয়ার বেশভূষা ছিল ভীষণ সাধারণ, কিন্তু যেটি সবথেকে বেশি নজর কেড়েছে সেটি হল জয়ার হাতে থাকা একটি ব্যাগ। ব্যাগটি Dior হ্যান্ড ব্যাগ, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
(আরও পড়ুন: কেন ধনতেরাসে পালিত হয় আয়ুর্বেদ দিবস! জানুন কারণ এবং গুরুত্ব)
জয়ার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। একপক্ষ যেমন জয়ার এই বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে কোনও আপত্তি জানান নি, তেমন অন্যদিকে সকলকে আধ্যাত্মিক চিন্তাভাবনায় অনুপ্রাণিত করা জয়ার এই বিলাসবহুল ব্যাগ ব্যবহার করা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের কিছু অংশ।
এই প্রসঙ্গে জয়াকে প্রশ্ন করায় তিনি বলেন, আমি কোনওদিন লেদারের ব্যাগ ব্যবহার করিনি। এটা একটি কাস্টমাইজ ব্যাগ। আমার নাম দিয়ে কাস্টমাইজ করে লেখা রয়েছে ব্যাগটির ওপর। আমি কাউকে মোহ মায়া ত্যাগ করার কথা বলি না কখনও। আমি নিজেও কোনও দিন বলি না যে আমি সমস্ত মোহ মায়া ত্যাগ করে ফেলেছি।
তিনি আরও বলেন, আমি কোনও সাধু নই এটা আমি সবসময় পরিষ্কার করে বলি। আমি ভীষণ সাধারণ একটা মানুষ। প্রতিদিনের জীবনে যা যা করা দরকার সবই করি। আমার পরিবার রয়েছে এবং নিজের বাড়িও আছে। আমি শুধুমাত্র যুবসমাজকে পরিশ্রম করতে, অর্থ উপার্জন করতে এবং একটি ভালো জীবন কাটানোর পরামর্শ দি।
(আরও পড়ুন: ভূত চতুর্দশী উপলক্ষে বাড়িতে বানান ১৪ শাক, রইল সহজ রেসিপি)
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ১৩ জুলাই কলকাতায় জন্ম নেন জয়া কিশোরী। অল্প বয়স থেকেই আধ্যাত্মিক এবং প্রেরণামূলক বক্তব্যের জন্য তিনি ভীষণ জনপ্রিয়। ধর্মীয় ভক্তি, নিঃস্বার্থ মনোভাব এবং বস্তুগত জীবন থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। জয়া কিশোরীর কথা বলার ভঙ্গিতে আকৃষ্ট হয়ে সাড়া দেন বহু মানুষ, যার ফলস্বরূপ জয়া কিশোরীর ফলোয়ার্স সংখ্যা লক্ষাধিক।