এবার ভারতীয় তারকাদের দেখা যাবে সিরিজ 'স্কুইড গেম'-এ? জানেন কে কে থাকছেন সেখানে? কোরিয়ান ওয়েব সিরিজ 'স্কুইড গেম সিজন ২' গত বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। কিন্তু একবার ভাবুন তো যদি এই ‘স্কুইড গেম’-এ যদি ভারতীয় তারকারা থাকতেন তাহলে কেমন হত? কখনও ভেবে দেখেছেন, ভারতীয় তারকাদের মধ্যে আপনি কাকে কাকে ‘স্কুইড গেম’-এ দেখতে চাইবেন? এটা হয়তো অনেকেই কল্পনা করেছেন। অবে এবার সবার সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলেন এআই শিল্পী সাহিদ এসকে। তাঁর এআই জেনারেটেড ‘স্কুইড গেম’-এ বলিউড, তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ছবির সব তারকারা বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন।
এআই শিল্পী সাহিদ এসকে তাঁর ইনস্টাগ্রামে 'স্কুইড গেম ইন্ডিয়া'র একটি এআই জেনারেটেড ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর সেই ভিডিয়োটি প্রায় ৩.৪ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিয়ো শুরু হয় বিজয় ও জুনিয়র এনটিআরকে দিয়ে। তাছাড়াও এই ভিডিয়োয় দেখা মিলেছে রজনীকান্ত, কমল হাসান, চিরঞ্জীবী, মোহনলাল, নাগা চৈতন্য, নাগার্জুনা, সুরিয়া, মহেশ বাবু, বিজয় দেবেরাকোন্ডা এবং ধনুশের এআই ভার্সনের। তাঁরা সকলে এই সিরিজের ট্রেডমার্ক সবুজ জাম্পস্যুটে ধরা দিয়েছিলেন।
আরও পড়ুন: পলকের সঙ্গে প্রেমের গুঞ্জন, তার মাঝেই সইফ-পুত্র ইব্রাহিমের জীবনে নতুন বন্ধু! কে এই লক্ষ্মী?
ভিডিয়োতে প্রভাস, আল্লু অর্জুন, পবন কল্যাণ, অজিত কুমার, মামুট্টি, দুলকার সলমন, যশ, রাম চরণ, রানা দাগ্গুবাতি, বিক্রম, বিজয় সেতুপতির পাশাপাশি বি-টাউনের হৃতিক রোশনকেও দেখা গিয়েছে।
'স্কুইড গেম'-এর এই এআই জেনারেটেড ভারতীয় সংস্করণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জনির ছেলে জেসি লিভার ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন। লিখেছেন, ‘হ্যাঁ, লিভার পরিবার অনুমোদন দিয়ে দিয়েছে!’
আরও পড়ুন: 'অনেক কিছুই ঘটতে পারত', ফ্ল্যাটে আগুন লাগা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত উদিত নারায়ণ
তিনি ছাড়াও বহু নেটিজেন এই ভিডিয়োয় কমেন্ট করেছেন, একজন ব্যক্তি লিখেছেন, 'যদি এটা ভারতে হয় তবে এর থেকে বড় হিট আর কিছু হবে না।' আরেকজন মন্তব্য করেছেন, 'ব্রহ্মানন্দম ও জনি লিভার'। কেউ কেউ ভিডিয়োটিকে 'এপিক' বলেও অভিহিত করেছেন। আবার অনেকেই এটিকে 'ব্রিলিয়ান্ট'ও বলেছেন। একজন মজা করে লিখেছেন, ‘ফ্রন্ট ম্যান সলমন খান।’
স্কুইড গেম সম্পর্কে
'স্কুইড গেম' একটি দক্ষিণ কোরিয়ান থ্রিলার টেলিভিশন সিরিজ। হোয়াং ডং-হিউক এটি পরিচালনা করেছেন। এখানে একটি ভয়ঙ্কর প্রতিযোগিতার গল্প ফুটে উঠেছে ৪৫৬ জন খেলোয়াড় গভীর ভাবে আর্থিক সঙ্কটে পড়ে এই মারাত্মক খেলার জালে জড়িয়ে পড়ে। অবশ্য তার পিছনে পুরস্কার হিসাবে ছিল বিপুল পরিমাণ অর্থ, আর তা জিততেই তাঁরা তাঁদের জীবনের ঝুঁকি নেয়।