বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti-Priyanka: বৃষ্টিতে শ্রাবন্তীর বাড়িতে হঠাৎ হাজির প্রিয়াঙ্কা! নতুন সমীকরণের আঁচ টলিপাড়ায়

Srabanti-Priyanka: বৃষ্টিতে শ্রাবন্তীর বাড়িতে হঠাৎ হাজির প্রিয়াঙ্কা! নতুন সমীকরণের আঁচ টলিপাড়ায়

প্রিয়াঙ্কা আর শ্রাবন্তী। 

রয়েছে একটা সুসংবাদও। যা শুনে খুশি হবেন অনেকেই।

কী শুনেই চমকে উঠলেন। ভাবছেন এত জায়গা থাকতে প্রিয়াঙ্কা সরকার কেন এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে? তাও আবার এই দুর্যোগে! আসলে বাস্তবে এমনটা হয়নি। বলা ভালো হওয়া এখনও বাকিই আছে। এরকম হবে বড় পরদায়। কেননা, একসঙ্গে কাজ করতে চলেছেন টলিপাড়ার এই দুই অভিনেত্রী। দুই নায়িকাকে নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। তাঁর নতুন ছবির নাম ‘ধাপ্পা’। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু, দক্ষিণ ২৪ পরগনার শাসনে।

সবথেকে বড় চমক এই ছবিতে চিরাচরিত রীতি মেনে ছবিতে কোনও নায়ক নেই। দুই অভিনেত্রীই থাকবেন মুখ্য চরিত্রে। টলিউডে নায়িকা-কেন্দ্রিক ছবির সংখ্যা হাতে গোনা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, ‘গল্পটি দু’জন নারীর মনস্তত্ত্ব নিয়ে। ‘নির্ভয়া’ করতে গিয়ে প্রিয়াঙ্কার অভিনয়ের ধার দেখেছি। আর শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহু দিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু করতে চলেছি ছবির কাজ।’

ছবিতে শ্রাবন্তী এমন একটা চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের লোকজনের থেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করে। যদিও প্রিয়াঙ্কা এক আধুনিক কর্মরতা নারী। এদের দু'জনকে মিলিয়ে দেবে এক বৃষ্টির রাত। যখন প্রিয়াঙ্কা এসে আশ্রয় নেবে শ্রাবন্তীর বাড়িতে। ছবি নিয়ে উৎসাহ খেলা করছে অভিনেত্রীর গলায়। জানালেন টানটান একটা গল্প। শেষ অবধি উত্তেজনা ধরে রাখবেই দর্শক। শোনা যাচ্ছে, গল্পের প্রয়োজনে আরও টোনড বডি দরকার। তাই কড়া ডায়েটে রয়েছেন শ্রাবন্তী। জানালেন, খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছেন অনেকটাই। প্রচুর পরিমাণে লিকুইড খাচ্ছেন। প্রিয়াঙ্কাও জানালেন, এটা খুব চ্যালেঞ্জিং একটা প্রোজেক্ট। যেখানে অভিনয় করতে সকলেই চাইবে।

বন্ধ করুন