টলিউডে নতুন জুটি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সাহেব ভট্টাচার্য । পরিচালক ত্রিদিব রমনের উড়ানে জুটি বেঁধেছেন তাঁরা । বুধবার প্রকাশ্যে ছবির টিজার এবং গান । শহরের এক পাঁচতারা হোটেলে উড়ানের টিজার এবং মিউজিক লঞ্চে সামিল হয়েছিলেন শ্রাবন্তী,সাহেবরা ।
নারীর ক্ষমতায়নের গল্প বলবে উড়ান । ছবিতে পৌলমীর চরিত্র অভিনয় করছেন শ্রাবন্তী, যাঁর স্বপ্ন বড়ো প্লে-ব্যাক সিঙ্গার হওয়ার। তবে সংসারের চাপে পড়ে নিজের স্বপ্নকে দূরে ঠেলে চাকরির দায়িত্ব কাঁধে তুলে নেয় সে । কিন্তু সেই চাকরিতে গিয়েও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন পৌলমী । আর্সেনিকে জর্জরিত এক গ্রামের স্কুলের গানের দিদিমণি সে । ছবিতে রোমিতের চরিত্রে অভিনয় করেছেন সাহেব, একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্তকে । পৌলমী কি পারবে এই গ্রামের মানুষগুলোকে সুস্থ জীবন ফিরয়ে দিতে ? তাঁর স্বপ্ন কি পূরণ হবে ? রোমিত কি সেই স্বপ্নপূরণের কাণ্ডারি হয়ে ওঠতে পারবে? এই সব প্রশ্নই উঠে এল ছবির টিজার ।
এদিন নিজের কো-স্টার প্রসঙ্গে সাহেব জানালেন, 'শ্রাবন্তীর মধ্যে একটা বাচ্চা লুকিয়ে রয়েছে । ওর মধ্যে একটা অদ্ভূত এনার্জি রয়েছে, যেটা শ্রাবন্তী গোটা ইউনিটের মধ্যে ছড়িয়ে দেয় । দর্শক এই ছবিতে এক অন্য শ্রাবন্তীকে খুঁজে পাবে' । অভিনেতার দাবি, 'আজকের দিনে দাঁড়িয়ে উড়ান অত্যন্ত প্রাসঙ্গিক গল্প কারণ সমাজে ঘটে চলা বাস্তব ছবিগুলোই আমারা তুলে ধরেছি' ।
শ্রাবন্তী জানালেন, 'নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করতে পেরে দারুণ খুশি, চাইলে মেয়েরাও সবকিছু করতে পারে- এই বার্তা দেবে উড়ান। আমার মনে হয় এই ছবিতে একসঙ্গে বাণিজ্যিক এবং আরবান ছবির একটা সুন্দর মেলবন্ধন ফুটে ওঠেছে' ।
উড়ানের সঙ্গীত পরিচালক জয় সরকার । গানের কথা লিখেছেন শ্রীজাত । গানগুলি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, শ্রীকান্ত আচার্যরা। এই ছবির অন্যতম বড়ো চমক হল, ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সঙ্গীত শিল্পী জয় সরকারকে ।
উড়ানে পৌলমীর চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল নুসরত জাহানের। তবে লোকসভা ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় শেষ মুহুর্তে ছবি থেকে সরে দাঁড়ান নায়িকা । নতুন বছরের শুরুতেই, ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে উড়ান ।