কলকাতা : প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাবে সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। জুটি বেঁধেই ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের জার্নি শুরু করছেন তাঁরা। রবিবার থেকে শুরু হল এই সিরিজের শ্যুটিং পর্ব। ‘হইচই’-এর সেই সিরিজের নাম ‘দু'জনে’। সবাইকে অবাক করে দেওয়ার মতো থ্রিলার! শ্রাবন্তী এবং সোহমকে দেখা যাবে অহনা এবং অমরের চরিত্রে। যেখানে স্বামী-স্ত্রী'র জুটি এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।

ইতিমধ্যেই সোহম-শ্রাবন্তীর প্রথম ওয়েব সিরিজের প্রথম পোস্টার সামনে এসেছে। সেখানে সোহম-শ্রাবন্তীকে দেথা যাচ্ছে একেবারে অন্য রকম লুকসে।

শ্রাবন্তী বলেছেন, ‘আমার প্রথম ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত। আর সেই উচ্ছ্বাস আরও বেড়েছে সোহমের জন্য। যাঁর সঙ্গে আমি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসেও আমার পথ চলা শুরু করেছিলাম। এখন হইচই’তেও করছি। দু'জনে একটা দারুণ গল্প, এটা স্ট্রিমিংয়ের জন্য অপেক্ষা করতে পারছি না।'

সোহম বলেন, ‘সবার ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে আমার প্রথম ওয়েব সিরিজের জন্য প্রস্তুত হয়েছি! দু'জনে শুধুমাত্র একটা থ্রিলারই নয়, এর মূল বিষয়ের মধ্যে আছে প্রেমের গল্পও। আমি আবার শ্রাবন্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার পেরে আনন্দিত এবং আমি আশা করি দর্শকরাও আমাদের সিনেমার জন্য যেরকম ভালবাসা এবং সমর্থন দিয়েছিলেন তা আমাদের আবার দেবে।'
দু'জনের লেখক মিতালী ভট্টাচার্য বলেন, ‘রোমিত এবং আমি দু'জনের স্রষ্টা এবং লেখক, সত্যিই হইচইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা উপভোগ করছি! তাদের সৃজনশীল দলের সঙ্গে কাজ করে আনন্দিত। তাঁরা ভীষণ সহায়ক এবং দুর্দান্ত পরামর্শের পাশাপাশি আমাদের অসম্ভব সৃজনশীল স্বাধীনতা দিয়েছে! আমরা আবার হইচইয়ের সঙ্গে কাজ করতে চাই!’