অভিনয়ের পাশাপাশি প্রায়দিনই শো করার জন্য শহরের বিভিন্ন প্রান্তে, প্রত্যন্ত গ্রামেগঞ্জেও যেতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। টলিপাড়ার তারকারাও এর ব্যক্তিক্রম নন। আর এই শো করতে গিয়ে ভালো-খারাপ নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। সম্প্রতি শো করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়ো অন্তত সেকথাই বলছে।
ঠিক কী আছে ভিডিয়োতে?
ইনস্টাগ্রামে উঠে আসা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে দেখার জন্য তখন তীব্র ভিড় জমেছে। অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছনোর জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে। সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছনোর চেষ্টা করছিলেন অভিনেত্রী। তাঁকে দুহাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। এর মাঝেও শ্রাবন্তীকে দেখতে, তাঁর ছবি তুলতে, এমনকি তাঁকে একটু ছোঁয়ার চেষ্টায় ঠেলাঠেলি করছিলেন অনেকেই।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও এক যুবক শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন। বুঝতে পেরেই তৎক্ষণাৎ বেজায় চটে তাঁকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী। একজনকে এক চাপড় মেরেও দেন তিনি। রেগে কিছু একটা বলতে দেখা যায় তাঁকে। যদিও ভিডিয়োতে তা শোনা যায়নি। শুধু হট্টগোলের আওয়াজই উঠে এসেছে। তবে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো উঠে আসতেই, অভিনেত্রীর উপর এধরনের নোংরা, অশালীন আচরণে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। তবে আবার কিছু লোকজন এই ভিডিওর নিচেও অশালীন মন্তব্য করে শ্রাবন্তীকে ট্রোল করেছেন। তবে কোথায়, কবে এধরনের ঘটনা ঘটেছে সেবিষয়টি স্পষ্ট নয়।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে, শ্রাবন্তীকে খুব শীঘ্রই উইডোজ প্রোডাকশনের 'আমার বস' ছবিতে দেখা যাবে। এছাড়াও বড় পর্দায় শুভ্রজিৎ মিত্রের পিরিয়ড ড্রামায় 'দেবী চৌধুরানি' হয়ে শীঘ্রই ধরা দিতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আবার ইদেই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর 'হাঙ্গামা ডট কম'। এদিকে সম্প্রতি ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে ভুল ইংরাজি বলে ট্রোল হতে হয়েছিল অভিনেত্রীকে।