হলি আসতে এখনও বেশিকছুদিন বাকি। ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকেই পড়ছে দোলপূর্ণিমার তিথি, আর ১৪ মার্চ দেশজুড়ে সেলিব্রেট হবে হলি। তবে তার আগেই বসন্ত এসে গেল উইন্ডোজ প্রোডাকশনের আঙিনায়। ১০ মার্চ সোমবার ছিল উইন্ডোজ প্রোডাকশনের হোলি পার্টি। ড্রেস কোড ছিল সাদা। আর এই পার্টিতে নজর কাড়লেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
হোলি পার্টিতে 'বহুরূপী'র 'ডাকাতিয়া বাঁশি' সুরে নেচে ঝড় তুললেন শিবপ্রসাদ-শ্রাবন্তী। পরিচালক পরেছিলেন ব্রাউন প্যন্টের উপর সাদা সুতি শার্ট, আর শ্রাবন্তীর পরনে ছিল সাদা শিফন শাড়ি। দুজনের গাল ও শরীরেই ছিল গোলাপী আবির মাখা। ব্লকবাস্টার গান 'ডাকাতিয়া বাঁশি'র সুরে ঠুমকা লাগালেন তাঁরা। শ্রাবন্তীর গানে এদিন আবির ছুঁইয়ে দিতে দেখা যায় শিবপ্রসাদকেই। তাঁদের সঙ্গে জুড়লেন সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস সহ অন্যান্যরাও। টলিউড লাইভ-এর সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো, যা শেয়ার করেছেন শ্রাবন্তীও।
আবার এই দিনই মুক্তি পেয়েছে 'আমার বস' ছবির দোলের গান 'আজ বসন্ত ডেকেছে আমাকে'। এই গানের সুরেও নাচতে দেখা গেল শ্রুতি-সৌরসেনীদের। এদিকে উইন্ডোজ প্রোডাকশনের হোলি পার্টিতে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের সঙ্গে দেখা মেলে শ্রুতি দাসেরও। দুই পরিচালকের সঙ্গে ছবি তুলতে দেখা যায় শ্রুতিকে। প্রসঙ্গত, 'আমার বস' ছবির হাত ধরেই সিনেমার পর্দায় পা রাখছেন টেলিপর্দার 'রাঙা বউ'। প্রসঙ্গত, এই ছবিতে শ্রুতি ছাড়াও কাঞ্চন মল্লিক, গৌরব চ্যাটার্জী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের সঙ্গে কিংবদন্তি রাখি গুলজারকে দেখা যাবে।
প্রসঙ্গত 'আমার বস' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৬ মে। তবে সেই মুক্তির দিন পরিবর্তন করে ৯ মে করা হয়েছে। কিন্তু কেন এগিয়ে আনা হল ছবি মুক্তির দিন? এবিষয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, ১৬ মে থেকে এগিয়ে এনে ৯ মে করার পিছনে একটা বিশেষ কারণ আছে। আসলে ১১ মে মাতৃদিবস। তাই তার আগে ছবি মুক্তি পেলে সবাই পরিবারের সঙ্গে হলে গিয়ে ছবিটি দেখতে পারবেন। মাকে সঙ্গে নিয়ে হলে যেতে পারবেন। এই ভাবনা থেকেই মুক্তির দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।