এবার বড় পর্দায় হাঙ্গামা করতে প্রস্তুত শ্রাবন্তী-ওম, বনি-কৌশানি। দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে হাঙ্গামা.ডট.কম। জানা যাচ্ছে ইদে মুক্তি পাচ্ছে ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের এই ছবি। যেটি কিনা নির্ভেজাল হাস্যরসে ভরপুর একটি রোম্যান্টিক কমেডি।
শ্রাবন্তী-ওম, বনি-কৌশানি ছাড়াও এই ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, লাবনী সরকার, বিশ্বনাথ বসু, সহ অন্যান্যরা। ছবিতে সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মানস গঙ্গোপাধ্যায়। ছবির মিউডিক করেছেন স্যাভি ও অমিত মিত্র। ছবিটি প্রযোজনা করছে এস এস থ্রি এন্টারটেনমেন্ট হাউস। হাঙ্গামা.ডট.কমের মুক্তির নতুন দিন জানিয়ে প্রকাশ্যে আনা হয়েছে ছবির নতুন পোস্টার।
আরও পড়ুন-প্রীতম চক্রবর্তীর স্টুডিয়ো থেকে ৪০ লক্ষ টাকা চুরি করে পালালো তাঁরই অফিস কর্মী! হল FIR

এই ছবিতে রয়েছে একটা মিষ্টি প্রেমের গল্প। যেটি কিনা মূলত দুই পরিবারকে কেন্দ্র করে এগোবে। যার মধ্যে একটি পরিবার বাঙাল, অপরটি ঘটি। খুব স্বাভাবিকভাবেই দুই পরিবারে সংস্কৃতিও আলাদা। এই দুই বাড়ির দুই কর্তার মধ্যে একজন ইস্টবেঙ্গল এবং অপরজন মোহনবাগানের সমর্থক। আবার এই দুই পরিবারের ছেলে-মেয়ের সঙ্গে একটা ক্রিসক্রস প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানির পরই তৈরি হয় দুই পরিবারের নানান হাঙ্গামা। হাস্যরসে ভরপুর এমন একটা গল্প নিয়েই আসছে এই রমকম (রোম্যান্টিক কমেডি হাঙ্গামা ডট কম)।
ছবির চারটি চরিত্রের নাম সম্রাট, অভিমুণ্য, অর্চনা ও পূজা। তাঁদের জীবনেই প্রেম বয়ে নিয়ে আসে জটিলতা। অভিমন্যুর বড় বোন পূজাকে ভালবাসে সম্রাট আর সম্রাটের বোন অর্চনাকে ভালবাসে অভিমুন্য। কীভাবে এগোবে তাঁদের প্রেম? সেবিষয়টি জানতে হলে ঈদ পর্যন্ত তো একটু অপেক্ষা করতেই হবে।
প্রসঙ্গত ২০২২-এ কলকাতা ও কালিম্পং-এ হয়েছিল হাঙ্গামা ডট কম-এর শ্যুটিং। ২০২৩-এই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে নানান জটিলতায় সেটা সম্ভব হয়নি। অবশেষে আসতে চলেছে ওম-শ্রাবন্তী, বনি-কৌশানির এই ছবি।