আর কমাসে পরই আসছে দেবী চৌধুরানী। সেই ঘোষণা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আর তার আগেই বোল্ড লুকে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অনুরাগীদের ঘুম কাড়লেন একটু চেনা লুকেই।
নতুন লুকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়
এদিন শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি নতুন ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'হুসন সুফিয়ানা।' ভিডিয়োতে দেখা যাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরনে আছে সাদা শাড়ি। ব্লাউজ নেই। গায়ে রয়েছে ভর্তি গয়না। হালকা সাজ, ছোট্ট টিপ আর খোলা চুলে নজর কাড়লেন অভিনেত্রী। বলা ভালো এই শীতের সন্ধ্যায় যেন কয়েক ডিগ্রি উষ্ণতা বাড়িয়ে দিলেন।
অভিনেত্রীর এই বোল্ড লুকে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, 'আপনার রূপে এমনি ফিদা। এবার ফ্ল্যাট হয়ে গেলাম।' কেউ আবার লেখেন, 'কী মায়াময়। কী স্নিগ্ধ।' কারও মতে, 'ভীষণই সুন্দর।'
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাজ
শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আগামীতে দেখা যাবে আমি আমার মতো ছবিতে। এছাড়াও তাঁর অভিনীত ছবি বাবু সোনা মুক্তি পাবে। দুটো ছবিতেই অভিনেত্রীর বিপরীতে থাকবেন জিতু কমল। দুটো ছবির প্রযোজনা করেছে এসকে মুভিজ।
এছাড়া দেবী চৌধুরানী তো আছেই। আগামী বছরই মুক্তি পাবে দেবী চৌধুরানী। শুভ্রজিৎ মিত্রের পরিচালিত ছবিতে নাম ভূমিকায় ধরা দেবেন শ্রাবন্তী। এই চরিত্রের জন্য তিনি লাঠি খেলা, ঘোড়া চালানো সবই শিখেছেন। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, প্রমুখ। এই পিরিয়ড ফিল্মে রঙ্গরাজের ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী। নিশি নামক চরিত্রে থাকবেন বিবৃতি চট্টোপাধ্যায়। প্রফুল্লর শ্বশুর অর্থাৎ হরবল্লভ রায়ের চরিত্রে সব্যসাচী এবং ব্রজেশ্বর রায় অর্থাৎ প্রফুল্লর স্বামীর চরিত্রে কিঞ্জল নন্দকে দেখা যাবে।
আরও পড়ুন: বিশ্বজিতের কোলে বসা একরত্তি কিন্তু টলিউড - বলিউড কাঁপাচ্ছে, দেখুন তো চিনতে পারছেন অভিনেতাকে?