তিন বার বিয়ের পিঁড়িতে বসেছেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে একটা বিয়েও সুখের হয়নি। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আপাতত চলছে আইনি লড়াই। আর তার মাঝেই একাধিকবার খবরে এসেছে তাঁর প্রেম। কখনও তাঁর আবাসন আরবানারই বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তো কখনও নিজের জিম ট্রেনারের সঙ্গে। এর মাঝে হঠাৎ শোনা যায়, টলিউডের এক পরিচালকের সঙ্গে তিনি নাকি প্রেম করছেন। হঠাৎ তাঁদের কফি ডেটের একখানা ছবিও ছড়িয়ে পড়ে। কোন রহস্য লুকিয়ে আছে এর পিছনে?
ভাইরাল হওয়া ছবিতে শ্রাবন্তীর সঙ্গে যে পুরুষকে দেখা যাচ্ছে তিনি টলিউডের পরিচালক শুভ্রজিৎ মিত্র। যিনি এর আগে অভিযাত্রিকের মতো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এবার নিয়ে আসতে চলেছেন দেবী চৌধুরানী সিনেমা। আর তাতেই মুখ্য চরিত্রে কাজ করার কথা রয়েছে শ্রাবন্তীর। আর এই ছবির দিন দেখা করাটাও ছিল নাকি চরিত্র নিয়ে আলোচনার কারণেই!
নতুন সম্পর্কের গুজবে বেশ চটেছেন অভিনেত্রী। আজতক বাংলার এক প্রতিবেদন অনুসারে শ্রাবন্তী জানিয়েছেন, তাঁরা কফিশপে ডেটে নয়, আগামী নতুন সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। সঙ্গে জানিয়ে দেন, অভিযাত্রিকের পরিচালককে তিনি ‘দাদা’ বলে ডাকেন। তাই এই ধরনের ভিত্ত্হীন কুৎসা তাঁর কাছে খুবই অপ্রিয়।
বেশ বড় বাজেটে তৈরি হতে চলেছে দেবী চৌধুরানী। শুধু বাংলা নয়, ছটি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। শ্রাবন্তী ছাড়াও সিনেমায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। টলিউড সূত্রে খবর, সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি হতে চলেছে এটা। এই সিনেমায় বিশেষ গুরুত্ব পাবে সেই সময়ের সন্ন্যাসী বিদ্রোহ। যা দমন করতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ব্রিটিশদের। তাই অ্যাকশনের দিকটাও মাথায় রাখা হয়েছে। যোগাযোগ করা হয়েছে বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর, ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের সঙ্গে।
এদিকে, শ্রাবন্তী আর রোশনের ডিভোর্স আর খোরপোশের মামালা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে অদালত। অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন। আর সেই মামলার ভিত্তিতেই খোরপোষের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত। প্রসঙ্গত, প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী, জানিয়েছেন রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল। আর সেই খবর ছড়িয়ে পড়তে অভিনেত্রীকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)