বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti-Avirup: বিচ্ছেদের খবরের মাঝেই বান্ধবী শ্রাবন্তীর ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন অভিরূপ

Srabanti-Avirup: বিচ্ছেদের খবরের মাঝেই বান্ধবী শ্রাবন্তীর ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন অভিরূপ

শ্রাবন্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন অভিরূপ?

দিনকয়েক আগেই খবরে এসেছিল ব্রেক আপ হয়ে গিয়েছে শ্রাবন্তী-অভিরূপের। তবে নায়িকার বন্ধুর সোশ্যাল মিডিয়া একটা পোস্ট থেকে কিছুটা যেন ইতি পড়ল সেই জল্পনায়। 

এই কদিন আগেই সংবাদের শিরোনামে এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর ব্রেকআপারে খবরের কারণে। এমনিতেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামার নাম নেয় না। তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও কোনওটাই সুখের হয়নি। শেষ বিয়ে রোশন সিং-এর সঙ্গেও ভেঙে যায় বছর দেড়েকের মাথায়। আপাতত খবর তিনি মন দিয়েছেন তাঁর আবাসনেরই বাসিন্দা, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। আজকাল একাধিক ছবি ভাইরাল হয় দুজনের। মলদ্বীপ, দুবাই-সহ বেশকিছু ট্যুরও করে ফেলেছেন তাঁরা। 

দিনকয়েক আগেই খবরে এসেছিল ব্রেক আপ হয়ে গিয়েছে শ্রাবন্তী-অভিরূপের। তবে কোনও তিক্ততা নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। এই ব্যাপারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি এক সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু। কোনও বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি’।

এবার ধ্বন্ধে ফেলল অভিরূপের সোশ্যাল মিডিয়া একটা পোস্ট। যেখানে তিনি বিশেষ বান্ধবী, অভিনেত্রীর ছবি শেয়ার করে লিখেছেন ‘ধন্যবাদ’। সঙ্গে অবশ্য প্রশ্ন ওঠে, এমন কী হল যে শ্রাবন্তীকে ধন্যবাদ জানালেন? আসলে সম্প্রতি একটি নতুন ব্যবসায় হাত দিয়েছেন অভিরূপ।  সেই নতুন ব্যবসার অর্থাৎ দোকানের উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। তাই বান্ধবীকে সমাজিকমাধ্যমে অভিনেত্রীকে ধন্যবাদ জানান অভিরূপ।

আপাতত আইনি বিচ্ছেদ হয়নি শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামী রোশনের। যদিও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন নায়িকা। আদালতে চলছে মামাল। শোনা যায়, মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছেন শ্রাবন্তী। 

 

বন্ধ করুন