হটনেসে হাঁটুর বয়সী নায়িকাদেরও গুনে গুনে গোল দিতে পারেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের পটাকা।
1/8সোশ্যাল মিডিয়ায় আজকাল একটু বেশিই সক্রিয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর অভিনেত্রীর ছোট পোশাকের ছবি যখনই আসে, তখনই তা ভাইরাল হয়। নানা ধরনের কমেন্ট পড়ে সেখানে। কেউ তাঁর প্রতি নিজের ভালোলাগা, আকর্ষণ জাহির করেন। কেউ আবার লেগে পড়েন প্রেম নিবেদনে। একটা অংশ আবার সরাসরি আঘাত হানে তাঁর চরিত্রে। একাধিক বিয়েতে। তবে লোকচক্ষুর আড়ালে তিনি কখনোই যান না।
2/8সোমবার থাইল্যান্ড মেমোরি সোশ্যালে শেয়ার করলেন শ্রাবন্তী। একটি ছবিতে তাঁকে দেখা গেলো সাদা-কালো স্ট্রাইপড র্যাপ ওয়ান পিসে। আরেকটা ছবিতে তাঁর পরনে কালো রঙের মনোকিনি। নিজেই জানালেন এছবি তোলা হয়েছে থাইল্যান্ডে। এবারের জন্মদিনেই সেখানে গিয়েছিলেন তিনি।
3/8ব্যাংককের এই ট্রিপে শ্রাবন্তীর সঙ্গে থাকার কথা ছিল ঝিনুকের। নিজের মুখেই সেকথা জানিয়েছিলেন মিডিয়ায়। তবে চর্চিত প্রেমিক অভিরূপ ছিলেন কি না তা জানা নেই। তবে ছিল ছেলে ঝিনুক অর্থাৎ অভিমন্যু আর তাঁর প্রেমিকা মডেল দামিনী ঘোষ। ছেলে আর হবু বউমার ছবি শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী সোশ্যালে।
4/8পুলের ধারে কালো মনোকিনিতে শ্রাবন্তী। আর এই ছবি সবচেয়ে আগে চোখ টেনেছে ভক্তদের। কেউ কেউ প্রিয় নায়িকাকে বিকিনিতে দেখারও আবদার করেছেন। এর আগে মলদ্বীপ থেকেও বিকিনিতে ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী।
5/8গত বছর থেকে অভিরূপ আর শ্রাবন্তীর প্রেমের চর্চা। এটাও শোনা গিয়েছে রোশনের সঙ্গে ডিভোর্সটা অফিসিয়ালি পেয়ে গেলেই চতুর্থবার বসবেন বিয়ের পিঁড়িতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রেমের কথা মানতে না চাইলেও, অভিরূপকে বিশেষ বন্ধু বলেই দাবি করেন। এমনকী, নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সবসময় থাকে বলেও জানান। এটাও বলেন অভিরূপের গোটা পরিবার এখন তাঁর খুব কাছের।
6/8ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বরাবরই এরকম। প্রায়ই ঘুরতে বেরিয়ে পড়েন একসাথে। আজকাল সঙ্গে থাকেন দামিনীও। তবে চতুর্থ সঙ্গীকে নিয়েই যদিও সমস্ত জিজ্ঞাস্য লোকের মনে। কমেন্ট বক্সে ‘তোমার নতুন প্রেমিক অভিরূপের ছবি দাও’ আবদারও তাই চোখে পড়ে।
7/8মনোকিনিতে এই সেলফিও শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী।
8/8১৩ অগস্ট শ্রাবন্তী পা রাখলেন ৩৫ বছরে। আর সেই বিশেষ দিনের উদযাপনই হয় ব্যাঙ্ককে, কাছের মানুষগুলোকে সঙ্গে নিয়ে।