'আমি গলে যাচ্ছি...' ফের প্রেমে পড়লেন নাকি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উত্তরে হ্যাঁ বলাই যায়, তবে কোনও পুরুষের নয়। মহিলার। হ্যাঁ, তিনি এই উক্তি করেছেন তাঁর বন্ধু তথা সহকর্মী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। বুঝতে পারছেন না বিষয়টা কী? বলছি।
স্বস্তিকাকে নিয়ে কী লিখলেন শ্রাবন্তী?
সম্প্রতি NABC ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল। আমেরিকার সেই বঙ্গ সম্মেলনে যোগ দিতে টলিউডের একাধিক শিল্পীরা সেখানে গিয়েছিলেন এবার। তাঁদের মধ্যে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তাঁদের সেসব অনুষ্ঠানের ফাঁকে শিকাগোর নৈশ জীবন উপভোগ করতে দেখা গিয়েছে। এবার সেখান থেকে স্বস্তিকার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন শ্রাবন্তী।
আরও পড়ুন: আলিবাগের স্বপ্নের বাড়ি ঘুরিয়ে দেখালেন বিরাট, ১২ মাসের সফর তুলে ধরলেন ভিডিয়োতে, দেখুন
শ্রাবন্তী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে প্রথম ছবিতে স্বস্তিকার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন শ্রাবন্তী। পরের দুটো ছবিতে তাঁদের ভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। এই ছবিগুলো পোস্ট করে শ্রাবন্তী লেখেন, 'ও হাসল আর আমি গলে গেলাম।' তাঁর এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
শিকাগোর নাইট ক্লাবে স্বস্তিকা-শ্রাবন্তী
NABC-র অনুষ্ঠান পর্ব মিটতেই সেখানকার নৈশ জীবন উপভোগ করতেই স্বস্তিকা, শ্রাবন্তী এবং সোহিনী একটি নাইট ক্লাবে গিয়ে জমিয়ে পার্টি করেন। চলে উত্তাল নাচ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচের সেই ভিডিয়ো রীতিমত ভাইরাল। এদিনের এই নাচের ভিডিয়ো শ্রাবন্তী তাঁর মুঠোফোনে বন্দি করেন। সেলফি ক্যামেরায় তাঁদের ছবি তোলার পাশাপাশি, ভিডিয়ো করেছেন। নাইট ক্লাবের ঝিনচ্যাক আলো এবং গানের তালে তালে তাঁদের দুলতে দেখা যায়। ভিডিয়োর একটি জায়গায় স্বস্তিকাকে চুমু খেতে দেখা যায় পর্দার হবু দেবী চৌধুরানীকে।
স্বস্তিকা শ্রাবন্তীর আগামী কাজ
স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত বিজয়া সদ্যই মুক্তি পেয়েছে। র্যাগিং এবং ছাত্র মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই সিরিজে মুখ্য ভূমিকায় তথা একজন মায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে স্বস্তিকাকে। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত আমার বস ছবিটি শীতের ছুটিতে আসবে বলেই জানা গিয়েছে। এছাড়া দেবী চৌধুরানী তো আছেই।