শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত বাবু সোনা ছবিটি মুক্তি পেয়েছে সদ্যই। আগামীতে দর্শকরা তাঁকে দেখতে পাবেন দেবী চৌধুরানী হিসেবে। কিন্তু কাজের জন্য তিনি যেমন জনপ্রিয়, তেমনি তিনি তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও চর্চায় থাকেন। প্রেম, একাধিক বিয়ে নিয়ে কী বললেন নায়িকা?
কী জানিয়েছেন শ্রাবন্তী?
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি সমাজের চোখ রাঙানিকে একেবারেই ভয় পান না। তাঁর কথায়, 'আমি প্রেমেই থাকি। কিন্তু সবাই ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয়, সমস্যা ওটাই। প্রত্যেকের বাঁচার অধিকার আছে। সে কীসে ভালো থাকবে না থাকবে সেটা তো তার নিজের ব্যাপার। ব্যক্তিগত বিষয়। সেটা নয়, তিন চারটি বিয়ে, এসব নিয়ে সমাজের কত চোখ রাঙানি। আমার এসবে কিছু যায় আসে না।'
এসবের মাঝে ক্লান্ত লাগে না? এই বিষয়ে শ্রাবন্তী জানান, মাঝে মধ্যে তিনি ভেঙে পড়েন। কিন্তু সেটা কেবলই তাঁর কাছের মানুষদের কাছেই। আবার সামলেও নেন। তাঁর কথায়, 'ভেঙে পড়েও নিজেকে বোঝাই নিজেকে শক্ত থাকতে হবে। উঠে দাঁড়াতে হবে। মা বাবা আছেন। সবটা চালাবো কী করে নইলে? আমার পরিবারের তো আমিই খুঁটি।'
টলিউডে ২৭ বছর শ্রাবন্তীর
টলিউডে ২৭ বছর কাটিয়ে ফেলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই লম্বা কেরিয়ারের মাঝে আফসোস নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'আমায় কেউ এক্সপ্লোর করুক আমি সেটা চাই। নিজেকে একটু অন্য ভাবে আবিষ্কার করতে চাই আমি। তাই অক্ষয় একটাই। পরিচালকরা যদি আমায় একটু এক্সপ্লোর করেন আরও।'
আরও পড়ুন: 'পরিচালকরা কেন আমার কথা ভাবেন না জানি না', দীর্ঘদিন পর পর্দায় ফিরে ক্ষোভ উগরে দিলেন বাবুল
শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বর্তমানে রমকম ছবি বাবু সোনাতে দেখা যাচ্ছে। অংশুমান প্রত্যুষের এই ছবিতে তাঁর বিপরীতে আছেন জিতু কমল। তাঁদের আরেকটি ছবি আমি আমার মতো মুক্তি পাবে এই বছর। এছাড়া মেআসে আসছে শুভ্রজিৎ মিত্রের ছবি দেবী চৌধুরানী। সেই ছবিতে নাম ভূমিকায় ধরা দেবেন অভিনেত্রী। এছাড়া উইন্ডোজ প্রোডাকশন হাউজের আমার বস তো আছেই। সেখানেও রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তিনি। ফলে এই বছর যে দর্শকরা তাঁকে বেশ ঘনঘন বড় পর্দায় দেখতে পাবেন সেটা বলাই যায়।