বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti: তিনটে বিয়ে বিতর্ক অতীত! নতুন ইনিংস শুরু শ্রাবন্তীর, কার হাত ধরছেন টলি সুন্দরী?

Srabanti: তিনটে বিয়ে বিতর্ক অতীত! নতুন ইনিংস শুরু শ্রাবন্তীর, কার হাত ধরছেন টলি সুন্দরী?

শ্রাবন্তী (ছবি-ইনস্টাগ্রাম)

Srabanti: জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর আগামী ছবির নায়িকা হচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? জোর গুঞ্জন টলিপাড়ায়। 

টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা তিনি। হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও নায়িকার প্রফেশ্যানাল কেরিয়ারের চেয়ে লাইমলাইটে থাকেন তাঁর ব্যক্তিগত জীবন। ট্রোলাররা হামেশাই টার্গেট করে তাঁকে, তবুও জীবনটা নিজের শর্তে বাঁচেন ‘কাবেরী অন্তর্ধান’ নায়িকা। 

মূলত বাণিজ্যিক ছবির পরিচিত মুখ শ্রাবন্তী, তবে ডি-গ্ল্যাম রোলেও নজর কেড়েছেন শ্রাবন্তী। অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ কিংবা অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘বুনো হাঁস’, অথবা হালফিলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেবী অন্তর্ধান রহস্য’। সুযোগ পেলে ফ্রন্ট ফুটে ব্যাট করতে ওস্তাদ অভিনেত্রী শ্রাবন্তী। এর মাঝেই টলিপাড়ায় জোর গুঞ্জন ‘অভিযাত্রিক’ পরিচালকের আগামী ছবিতে দেখা যেতে পারে শ্রাবন্তীকে। হ্যাঁ, গত বছর জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছিল শুভ্রজিৎ-এর ছবি। এবার নাকি তাঁরই নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। ইতিমধ্যেই নাকি পরিচালক প্রস্তাবও দিয়েছেন শ্রাবন্তীকে। তবে সবটাই শোনা কথা। 

আজকাল শুভ্রজিৎ মিত্রর সঙ্গে শ্রাবন্তীর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। এক ফিল্ম ফেস্টিভ্যালে একত্রে আমন্ত্রিত ছিলেন তাঁরা। তারপর থেকে বহু ইভেন্টে একসঙ্গে নজরে এসেছেন। সদ্যই শ্রাবন্তীর আমন্ত্রণে ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রিমিয়ারেও হাজির ছিলেন শুভ্রজিৎ। এর জন্য পরিচালককে প্রকাশ্যে ধন্যবাদও জানান নায়িকা, উত্তরে ‘প্রিন্সেস' বলে অভিনেত্রীকে সম্বোধন করেন শুভ্রজিৎ। দুজনের এই বন্ধুত্ব দেখে অনেকেই মনে করছেন শুভ্রজিৎ-এর আগামী ছবিতে শ্রাবন্তীর জায়গা পাকা। পরিচালকের আগের ছবি যেহেতু জাতীয় পুরস্কার এনেছে, তাই শুভ্রজিতের হাত ধরে শ্রাবন্তীর নতুন ইনিংস শুরু হবে এমনটা বলাই যায়। 

আরও পড়ুন-‘চার নম্বর বিয়েটা কবে হল?’ রবির বাহুলগ্না ‘কনে’ শ্রাবন্তী! কটাক্ষ পিছু ছাড়ল না

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই মুখোরচক টপিক সোশ্যাল মিডিয়ায়। রোশন সিং-এর সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে কমচর্চা হয়নি। অভিনেত্রীর ডিভোর্স মামলা এখনও আদালতে বিচারাধীন। এর মাঝেই নতুন প্রকাশ্যে এসেছিল শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন। তবে গত ডিসেম্বরেই সামনে আসে অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেও নাকি মাখাোমাখো সম্পর্কে ইতি টেনেছেন নায়িকা। শ্রাবন্তীর মন এখন শরীরচর্চায়! হ্যাঁ, শোনা যাচ্ছে নিজের জিম ট্রেনারের সঙ্গে নাকি গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে তাঁর। তবে সবটাই শোনা কথা, শ্রাবন্তী নিজের মুখে ব্যক্তিগত জীবন নিয়ে ‘স্পিকটি নট’!

আরও পড়ুন-গলায় কেন 'মেয়েদের মতো' মঙ্গলসূত্র পরেন পলাশ সেন? কারণ জানলে চমকে যাবেন

বিনোদন সম্পর্কিত খবর আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

বন্ধ করুন