ঢাকে কাঠি পড়েছে, কোথাও কোথাও পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে। মহালয়ার দিন থেকেই অনেকে কলকাতার বিভিন্ন মণ্ডপ, ঠাকুর দেখতে বের হয়ে পড়েছেন। তবে এরই মাঝে অনেক মানুষ আবার আরজি কর আবহে পুজো নিয়ে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতেও নারাজ। টলিপাড়ার চেহারাটাও খানিকটা দ্বিধা বিভক্ত। কিছু তারকা যেমন নিজেকে পুজো, উৎসব থেকে দূরে রেখেছেন, তেমনই অনেকেই আবার পুজো উদ্বোধনে ব্যস্ত, মণ্ডপে গিয়ে পুজো সেলিব্রেট করতেও দেখা যাচ্ছে তাঁদের।
এদিকে পুজো-উৎসবে 'হ্যাঁ' নাকি ‘না’, এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিকর্কের মাঝেই নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে চতুর্থীর দিন পুজো সেলিব্রেশনের ছবি পোস্ট করে বসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভি-নেক গলা, সিগ্রিন রঙের একটা গর্জাস শাড়ি আর পান্না বসানো হার কানের পরে কোনও এক পুজো মণ্ডপে গিয়ে ঢাক বাজাতে দেখা গেল শ্রাবন্তীকে। আবার মণ্ডপে রাখা চেয়ারে গিয়ে বেশকিছুক্ষণ বসেও ছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন-‘ঝড় বইছে, সুনামিও আসবে…’, পঞ্চমীর দিন আবহাওয়ার একী আপডেট দিলেন সৃজিত মুখোপাধ্যায়!
ইতিমধ্যেই শ্রাবন্তী নিজের এই ছবি পোস্ট করা মাত্রই পোস্টের নিচে ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। অনেকেই ঢাক বাজানোর সময় শ্রাবন্তীর উন্মুক্ত বক্ষ-বিভাজিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘ভারতবর্ষ একটা ঐতিহ্যপূর্ণ দেশ। তার মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে প্রিয় উৎসব দুর্গাপূজা। যেখানে একটা সাংস্কৃতিক পরিবেশ রয়েছে,সেখানে কিনা আপনার এইরকম পোশাক!’ কেউ আবার শ্রাবন্তীর শরীর প্রদর্শনের নিন্দে করে লিখেছেন, ‘ঢাক এমন ভাবে বাজাও যেন সবাই জুম্ করে দেখে’। কারোর মন্তব্য, ‘লজ্জা করে না আপনার, একটা বড় ছেলে আছে, আর এভাবে শাড়ি পরেছেন!’। কারোর বক্তব্য, ‘একীভাবে শাড়ি পরেছেন ম্যাডাম! ছিঃ ছিঃ’। কেউ বা বলেছেন, ‘আপনি এত সুন্দর কেন, আমাদের বড়ই কষ্ট হয়’। কেউ আরজি কর প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘আপনি না বলেছিলেন পুজো করবেন না, প্রতিবাদে থাকবেন, কী হল ম্য়াডাম?’ কারোর কটাক্ষ, ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচলই যে খসে পড়ছে’।
এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার বিচার চেয়ে টলিপাড়ার মিছিলে হেঁটেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনকি দোষীদের কঠোর শাস্তির দাবিও তুলেছিলেন শ্রাবন্তী। তবে আবার ইতিমধ্যেই কাজেও ফিরেছেন অভিনেত্রী। একটি মিউজিক ভিডিয়োর শ্যুট ইতিমধ্য়েই শেষ করে ফেলেছেন টলিপাড়ার এই নায়িকা। প্রসঙ্গত পুজোতেই মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত মিউজিক ভিডিয়ো। যেখানে গান গেয়েছেন অনন্যা চক্রবর্তী। ভিডিয়োর প্রযোজনা করেছেন সানি খান, অনুপ সাহা। মিউজিক ভিডিয়োর পরিচালনা করেছেন উজ্জ্বল ভট্টাচার্য।